মুসলিম চৌধুরীকে সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ
সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ও সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য মুসলিম চৌধুরী সোনালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে আজ বুধবার (২৮ আগস্ট) আদেশ জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মুসলিম চৌধুরীর নিয়োগের আদেশের কপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এর আগে গত ২০ আগস্ট কর্মকর্তা–কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।
জিয়াউল হাসান সিদ্দিকী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। একটি শিল্প গ্রুপের সঙ্গে বিশেষ সখ্যতার জেরে তাকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান করা হয় বলে গুঞ্জন ছিল।
এদিন পৃথক এক আদেশে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে পরবর্তী তিন বছরের জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
এ ছাড়া, জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. এসএম মাহফুজুর রহমানের পদত্যাগ কার্যকর করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত ২২ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।
আর অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান অর্থনীতিবিদ জায়েদ বখত ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর চেয়ারম্যান সুবর্ন বড়ুয়ার পদত্যাগপত্র বুধবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পৌঁছেছে বলে জানা গেছে।