রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারার সুবাদে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে: বাংলাদেশ ব্যাংক
প্রবাসী আয় বা রেমিট্যান্সের ইতিবাচক ধারার সুবাদে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও নতুন মুখপাত্র হুসনে আরা শিখা। তিনি বলেন, 'প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিট্যান্স (ব্যাংকিং বা বৈধ চ্যানেলের মাধ্যমে) দেশে পাঠাচ্ছেন। রিজার্ভ বাড়ার এটা বড় কারণ। এতে রিজার্ভের ক্ষয় বন্ধ হয়েছে।'
হুসনে আরা আরো বলেন, প্রবাসী আয় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে বাড়িয়েছে এবং আমরা মনে করছি, এতে রিজার্ভের পতন বন্ধ হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর রিজার্ভ গণনা পদ্ধতি বিপিএম-৬ অনুসারে তা প্রায় ২০ বিলিয়ন ডলার।
মুখপাত্র জানান, বৈদেশিক মুদ্রার সংকট কাটতে শুরু করায় ব্যাংকগুলো এখন নিজেদের মতো করে ডলার কেনাবেচা করতে পারবে।
ডলারের বর্তমান বিনিময় দর ১১৮ থেকে ১২০ টাকা। ব্যাংকিং চ্যানেলের সাথে খোলা মুদ্রাবাজার বা কার্ব মার্কেটের ডলারের দামের পার্থক্য এখন ১ শতাংশেরও কম।
ডলারের বিনিময় হার এখন বাজার-ভিত্তিক করা হয়েছে। আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় হওয়ার ফলে বৈদেশিক মুদ্রা বাজার (ফরেক্স মার্কেট) স্থিতিশীল থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।