নগদ এর ফরেনসিক অডিট করবে কেন্দ্রীয় ব্যাংক
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান - নগদ এর একটি ফরেনসিক অডিট করবে বাংলাদেশ ব্যাংক।
আজ রোববার (১০ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এক বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান দেশের আর্থিকখাতের নিয়ন্ত্রকটির মুখপাত্র হুসনে আরা শিখা।
ইনভেস্টোপিডিয়ার সংজ্ঞানুসারে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক রেকর্ডের নিরীক্ষা বা যাচাইকে বলা হয় ফরেনসিক অডিট।
ফরেনসিক অডিটের সময়, একজন অডিটর এমন প্রমাণ খোঁজেন যা আদালতে ব্যবহার করা যেতে পারে। জালিয়াতি বা অর্থ আত্মসাতের মতো অপরাধমূলক কর্মকাণ্ড উন্মোচন করতে ফরেনসিক অডিট ব্যবহার করা হয়।