বেক্সিমকো শেয়ারের ফ্লোর প্রাইস ৪.৭৮ শতাংশ কমে ১১০. ১০ টাকা
আজ বুধবারে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড -বেক্সিমকোর শেয়ারের নতুন দর নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা ১০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)'র তথ্যমতে, কোম্পানির শেয়ার লভ্যাংশের (স্টক ডিভিডেন্ট) সাম্প্রতিক সমন্বয়ের পরে এটি করা হয়েছে।
সম্প্রতি ২০২৪ অর্থবছরের শেয়ারধারীদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ট প্রদানের সুপারিশ করে বেক্সিমকো লিমিটেড, যার রেকর্ড তারিখ নির্ধারণ করা হয় ২৫ নভেম্বর। তবে কারিগরি সমস্যার কারণে, রেকর্ডের তারিখের পরপরই শেয়ারের দর সমন্বয় করতে পারেনি ডিএসই। বরং, গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) ভুল করে বেক্সিমকোর শেয়ারদর ৫ শতাংশ বাড়ার তথ্য প্রদর্শিত হয়।
ডিএসই'র একজন সিনিয়র কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, কারিগরি ত্রুটিটি আজ বুধবারে ঠিক করা হয়েছে, সমন্বয় করে এখন ফ্লোরপ্রাইস রাখা হয়েছে ১১০ টাকা ১০ পয়সা, যা আগের ফ্লোর প্রাইসের চেয়ে ৪ দশমিক ৭৬ শতাংশ কম।
তবে গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেক্সিমকোর ফ্লোর প্রাইস সমন্বয় করে ১১০ টাকা ২০ পয়সা দেখানো হয়েছিল।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চিয়তার মধ্যে ২০২২ সালের জুলাইয়ে সব কোম্পানির শেয়ারে ফ্লোর প্রাইস আরোপ করে, তখন থেকে ১১৫ টাকা ৬০ পয়সা ফ্লোর প্রাইসে ছিল বেক্সিমকোর শেয়ারদর। এরপর বিএসইসি পর্যায়ক্রমে অন্যান্য কোম্পানির শেয়ারদরে ফ্লোর প্রাইস প্রত্যাহার করলেও– বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংকের ক্ষেত্রে তা বজায় রাখে।
বিএসইসির প্রজ্ঞাপন অনুযায়ী, রাইট শেয়ার বা বোনাস ঘোষণার জন্য রেকর্ড তারিখের পরে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের সর্বনিম্ন লেনদেন মূল্য-ই কোম্পানির জন্য সংশোধিত ফ্লোর প্রাইস হিসেবে বিবেচিত হবে।
এর আগে রেকর্ডের তারিখের পর শাহজালাল ইসলামী ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারদর পুনঃনির্ধারণে সমস্যা সৃষ্টি করেছিল ডিএসই।