নভেম্বরে রেমিট্যান্স ১৪ শতাংশ বেড়ে ২.২০ বিলিয়ন ডলার
চলতি বছরের নভেম্বরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়েছেন ২.২০ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের মাসিক রেমিট্যান্স প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এ খাত সংশ্লিষ্টরা জানান, আগস্ট থেকে তুলনামূলক বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কিছুটা কমে আসবে।
তবে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ অক্টোবরের তুলনায় ৮.১৬ শতাংশ কম।
চলতি বছরের জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৩. ২ শতাংশ কমেছিল।
তবে পরবর্তী মাস থেকেই রেমিট্যান্স বাড়তে শুরু করে। আগের বছরের তুলনায় চলতি আগস্টে ৩৯ শতাংশ, সেপ্টেম্বরে ৮০ শতাংশ এবং অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (জুলাই-নভেম্বর) পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১১.১৩ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২.৩২ বিলিয়ন বা ২৬.৪ শতাংশ বেশি।