দেশে প্রথমবারের মতো আউটবাউন্ড রেমিট্যান্স সেবা চালু করলো ওয়েস্টার্ন ইউনিয়ন
দেশে প্রথমবারের মতো ব্যাংক এশিয়া লিমিটেড এবং সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) সাথে যৌথভাবে আউটবাউন্ড রেমিট্যান্স সেবা চালু করেছে ওয়েস্টার্ন ইউনিয়ন।
সম্প্রতি রাজধানীর অভিজাত ওয়েস্টিন হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (এফইপিডি) জনাব মোঃ হুমায়ুন কবির, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আরফান আলী এবং এসআইবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জাফর আলম।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ওয়েস্টার্ন ইউনিয়নের কান্ট্রি ডিরেক্টর মি. গৌরব যাদব এবং সিনিয়র কান্ট্রি ম্যানেজার মি. এস এস রামানাথন।
ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. ইকবাল হোসাইন ও আদিল চৌধুরী, এসআইবিএল-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াহিয়া, ওয়েস্টার্ন ইউনিয়নের কান্ট্রি ম্যানেজার নূর ইলাহী ও অপারেশন ম্যানেজার শিহাব হাসান, ব্যাংক এশিয়ার এসভিপি গোলাম গাফফার ইমতিয়াজ চৌধুরী এবং এসআইবিএল-এর ইভিপি আকমল হোসেনসহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ওয়েস্টার্ন ইউনিয়ন দেশের প্রথম মানি ট্রান্সফার অপারেটর, যারা এ ধরনের সেবা চালু করেছে। এর ফলে বাংলাদেশি নাগরিকরা বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ বিদেশে পাঠাতে পারবেন। বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরাও তাদের উপার্জিত অর্থ নিজ দেশে পাঠাতে পারবেন।
ব্যাংক এশিয়া এবং এসআইবিএল অ্যাকাউন্ট থেকে বিশ্বের ১২৫ টিরও বেশি দেশের ব্যাংক একাউন্ট, ডিজিটাল ওয়ালেট ও কার্ডে এবং ২০০টিরও বেশি দেশের ৬ লক্ষাধিক এজেন্ট পয়েন্টে অর্থ স্থানান্তর করা যাবে। নতুন এ সেবার উদ্বোধন উপলক্ষে ৩০ জুন, ২০২২ পর্যন্ত গ্রাহকগণ মাত্র ৫০০ টাকায় যেকোনো মূল্যের অর্থ স্থানান্তর করতে পারবেন।
পরিষেবাটি নিয়ে ওয়েস্টার্ন ইউনিয়নের মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া শাখার প্রধান সোহিনি রাজোলা তার বক্তব্যে বলেন, "বাংলাদেশের উন্নয়নের গল্পের সাথে ওয়েস্টার্ন ইউনিয়ন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। লক্ষাধিক মানুষের মধ্যে অর্থনৈতিক যোগসূত্র স্থাপনে আমরা গত কয়েক দশক ধরে কাজ করছি। আজ ব্যাংক এশিয়া ও সোশ্যাল ইসলামী ব্যাংকের সাথে আউটবাউন্ড রেমিট্যান্স সেবার উদ্বোধন করতে পেরে আমরা গর্বিত। এবং আমরা মনে করি, একটি সীমানাবিহীন বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা গঠনে এই সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
ওয়েস্টার্ন ইউনিয়ন ২৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে রিটেইল এবং ডিজিটাল উভয় মাধ্যমেই ইনবাউন্ড মানি ট্রান্সফার সেবা দিয়ে যাচ্ছে।
নতুন চালুকৃত এই আউটবাউন্ড সেবার আওতায় মূলত ৩ ধরনের গ্রাহকদের অর্থ স্থানান্তর সেবা দেওয়া হবে। যারা হলেন, বিদেশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রী, বিদেশে চিকিৎসারত বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিক।
সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব জাফর আলম তার বক্তব্যে বলেন, "ওয়েস্টার্ন ইউনিয়ন এবং ব্যাংক এশিয়ার সাথে আউটবাউন্ড মানি ট্রান্সফার সেবা চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই সেবার মাধ্যমে গ্রাহকরা সহজেই টাকা পাঠাতে পারবেন। ব্যাংকিং সেবায় নিত্যনতুন গ্রাহক চাহিদা প্রতিনিয়তই তৈরি হচ্ছে। আমাদের এই যৌথ উদ্যোগ দ্রুততার বিভিন্ন শ্রেণির গ্রাহকের চাহিদা পূরণ করতে পারবে।"
বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং এর পথিকৃৎ ব্যাংক এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আরফান আলী তার বক্তব্যে বলেন, "গ্রাহকসেবার সর্বোচ্চ মান বজায় রেখে সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে ব্যাংক এশিয়া সর্বদা সচেষ্ট। আমরা মনে করি, ওয়েস্টার্ন ইউনিয়নের সাথে আমাদের এই উদ্যোগ সে লক্ষ্যে এক নতুন মাত্রা যোগ করবে। আমরা অত্যন্ত আনন্দিত এবং আশাবাদী যে আমাদের এই যৌথ উদ্যোগ বাংলাদেশের সাথে বৈশ্বিক অর্থনৈতিক যোগাযোগের ক্ষেত্রে নিত্যনতুন সম্ভাবনা সৃষ্টি করবে এবং মানি ট্রান্সফার সেবার গ্রাহক সন্তুষ্টি অর্জনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির বলেন, "আউটবাউন্ড মানি ট্রান্সফার সেবা উদ্বোধনের অংশ হতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশের রেমিট্যান্স সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আশা করি, ওয়েস্টার্ন ইউনিয়ন, ব্যাংক এশিয়া এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের মতন গ্রাহক স্বীকৃত ব্র্যান্ড এই সেবাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।"