শিগগিরই রাশিয়ার বাজার পুনরুদ্ধারের সম্ভাবনা দেখছে না লিভাই’স
পুতিনের ইউক্রেন আক্রমণের পর রাশিয়ায় 'সাময়িকভাবে' কার্যক্রম স্থগিত ঘোষণা করে ক্যালিফোর্নিয়ার জিন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও ডেনিম জিন্সের ব্র্যান্ড লিভাই'স। বুধবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানান, চলতি বছর রাশিয়ায় লিভাই'সের কার্যক্রম চালু হওয়া সম্ভব নয় বলে তার ধারণা।
প্রধান নির্বাহী চিপ বার্গ দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, "এখন যা চলছে, এরপর আর শীঘ্রই ব্যবসায় পুরোপুরিভাবে ফেরার আসা করি না"।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির ২০২২ সালের পূর্বাভাসে রাশিয়ার বাজার থেকে আয়ের সম্ভাবনা নেই। গত বছরই লিভাই'সের বিক্রির ২ শতাংশ এসেছিল রাশিয়া থেকে।
রাশিয়ায় এখন লিভাই'সের গুটিকয়েক দোকান খোলা রাখা হয়েছে। "কিন্তু প্রতিদিন সংবাদপত্র খুললে দেখবেন পরিস্থিতি আরও খারাপ দেখাচ্ছে," বলেন বার্গ।
রাশিয়ায় অবস্থিত পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর জন্য বেশ কঠিন শর্ত আরোপ করা হয়েছে বলে জানান তিনি। যে ব্যবসাগুলো রাশিয়ার গ্রাহকদের সরবরাহ বন্ধ করে দিচ্ছে তাদের জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ।
"তারা আক্ষরিকভাবেই আমাদের ট্রেডমার্ক নিয়ে নিতে পারে," বলেন বার্গ।
চলতি সপ্তাহে প্রকাশিত বোস্টন কনসাল্টিং গ্রুপের সমীক্ষা অনুযায়ী, দুই-তৃতীয়াংশ বিনিয়োগকারীর ধারণা পশ্চিমা কোম্পানিগুলোর রাশিয়ায় আবার কাজ করতে অন্তত দুই বছর সময় লাগবে। এর মধ্যে ৩৯ শতাংশ পাঁচ বছর বা তার বেশি সময়ের প্রয়োজন হবে বলে জানিয়েছেন।
রাশিয়ার বাজারের বাইরে কতদিন থাকতে হবে, তা নিয়ে সম্পর্কে বেশ কয়েকজন কর্মকর্তা মন্তব্য করেছেন। তবে পুরোটাই রাশিয়ার ওপর নির্ভর করছে।
এদিকে বছরের প্রথম ত্রৈমাসিক আয়ে লিভাই'সের আয় ও শেয়ার দর পূর্বাভাস ছাড়িয়েছে। ওয়াল স্ট্রিট তিন মাসে ১.৫৫ বিলিয়ন আয়ের পূর্বাভাস দিলেও ২২ শতাংশ বেড়ে প্রতিষ্ঠানটি ১.৫৯ বিলিয়ন ডলার আয় করেছে।
"আমরা পুরোনো পদ্ধতিতেই লাভের মুখ দেখেছি। প্রচুর চাহিদা তৈরি ও পুরোদামে অসংখ্য পণ্য বিক্রির মাধ্যমেই আয় বেড়েছে," বলেন বার্গ।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস