২০ শতাংশ মূল্য সংযোজন করলেই রপ্তানিতে ভর্তুকি পাবেন তৈরি পোশাক রপ্তানিকারকেরা
রপ্তানিকৃত পণ্যে সরকারি ভর্তুকি পাওয়ার স্থানীয় মূল্য সংযোজন হার, আগের ৩০ শতাংশের সীমা থেকে কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ২০ শতাংশ মূল্য সংযোজন করলেই সরকারের কাছ থেকে নগদ প্রণোদনা ও ভর্তুকির সুবিধা পাবেন পোশাক রপ্তানিকারকেরা।
এবিষয়ে আজ সোমবার (৯ মে) এক প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নেট এফওবি (ফ্রি অন বোর্ড) রপ্তানি মূল্য থেকে উৎপাদন কাজে ব্যবহৃত কাঁচামালের আমদানির খরচ বাদ দিয়ে স্থানীয় মূল্য সংযোজন হিসাব করা হয়।
রপ্তানিমুখী পোশাক খাতের রপ্তানিকারকেরা বর্তমানে কাস্টমস বন্ড ও ডিউটি ড্র ব্যাকের পরিবর্তে ৪ শতাংশ বিকল্প নগদ সহায়তা পান।
বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আমদানির খরচ বাড়ায় সাম্প্রতিক সময়ে স্থানীয় মূল্য সংযোজন হার রপ্তানি মূল্যের ভিত্তিতে কিছুটা কমে এসেছে। একারণে কেন্দ্রীয় ব্যাংক মূল্য সংযোজনের সীমা কমানোর সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুসারে, সরকারের সিদ্ধান্ত অনুসারে নতুন হার নির্ধারিত হয়েছে। রপ্তানি চালান জাহাজীকরণের পর করা প্রণোদনার আবেদনগুলি, বিশেষত যেগুলো বর্তমান অর্থবছরে সমাধান করা হয়নি সেগুলোও নতুন গাইডলাইনের আওতায় পড়বে।