বেসরকারি ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা কেন্দ্রীয় ব্যাংকের
বেসরকারি ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রশিক্ষণ, সম্মেলন বা কর্মশালায় যোগ দিতে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের ঘাটতি ও চলমান ডলার সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
আজ রোববার (২২ রোববার) বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত নির্দেশনা জারি করে।
তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত খরচে বিদেশ সফরের ক্ষেত্রে কোনো বাধা নেই বলে সেখানে উল্লেখ করা হয়।
গত ১৮ মে কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব তহবিলে এর সকল কর্মকর্তা-কর্মচারীর বিদেশ ভ্রমণ বাতিল করে।
এর আগে গত ১৬ মে এক জারি করা এক নির্দেশনায় সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় অর্থ মন্ত্রণালয়।