শেভিং, প্রসাধনী, টয়লেট্রিজ ও জীবাণুনাশক পণ্যের উপর কর বাড়ছে ১০ শতাংশ
২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটে শেভিং, প্রসাধনী, টয়লেট্রিজ, জীবাণুনাশক ও লোমনাশক পণ্যের উপর ১০ শতাংশ কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
উল্লিখিত পণ্যগুলোর উপর বর্তমানে ১০ শতাংশ কর ধার্য রয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে সুগন্ধি, মেকআপ পণ্য, শেভিং সামগ্রী, টয়লেট্রিজ এবং বিভিন্ন জীবাণুনাশক পণ্য।
প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে এসব পণ্যের উপর ২০ শতাংশ কর আরোপ হবে।
রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে সৃষ্ট মূল্যস্ফীতি থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখাকে অগ্রাধিকার দিয়ে ২০২২-২৩ অর্থবছরের জন্য জাতীয় সংসদে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এটি দেশের ৫১তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে চতুর্থ বাজেট।
২০২১-২২ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। সেই তুলনায় ২০২২-২৩ নতুন বাজেটের আকার বাড়ছে ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা।