অক্সফোর্ড ভ্যাকসিনের জরুরি ব্যবহার অনুমোদনের আবেদন করেছে সেরাম ইনস্টিটিউট
ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)-কে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরি ব্যবহার অনুমোদন দেয়ার জন্য আলোচনায় বসতে যাচ্ছে ভারতের জাতীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার সাব্জেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি)।
যুক্তরাজ্যের মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অ্যাজেন্সি (এমএইচআরএ) গতকাল অক্সফোর্ড ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেয়ার পরই এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য আলোচনা শুরু হয়।
ভারতে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল ও ভ্যাকসিন তৈরির জন্য অ্যাস্ট্রাজেনাকার সাথে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট।
গত ২৪ ডিসেম্বর ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-এর কাছে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছে সেরাম ইনস্টিটিউট।
ভারতে সেরাম ছাড়াও ফাইজার ও ভারত বায়োটেকও জরুরি ব্যবহার অনুমোদনের আবেদন করেছে।
সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করে বাংলাদেশেও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনটি নিয়ে আসছে দেশীয় ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান বেক্সিমকো।
- সূত্র: হিন্দুস্তান টাইমস