অবশেষে সরানো হলো সুয়েজে আটকে থাকা জাহাজ, পুরো বিশ্বে স্বস্তি
প্রায় এক সপ্তাহ আটকে থাকার পর অবশেষে আংশিকভাবে মুক্ত হলো 'এমভি এভার গিভেন'। জাহাজটি সরানোর দায়িত্বে থাকা ইঞ্চকেপ শিপিং সার্ভিসেস আজ সোমবার খবরটি নিশ্চিত করেছে।
টুইটারে প্রতিষ্ঠানটি জানায়, স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার সময় জাহাজটিকে সফলভাবে পুনরায় ভাসানো গেছে। জাহাজটিকে নিরাপদে সরানো গেছে বলে তারা জানিয়েছে।
জাহাজের গতিবিধি নির্ধারক (শিপ ট্র্যাকিং) ওয়েবসাইট ভেসেল ফাইন্ডার সাথে সাথেই তাদের ওয়েবসাইটের মাধ্যমে জাহাজটির নতুন অবস্থান পরিবর্তন করে দিয়েছে।
সপ্তাহব্যাপী ড্রেজিং এবং খননের পর, সুয়েজ খাল কর্তৃপক্ষের উদ্ধারকারী দল এবং ডাচ ফার্ম স্মিট সালভেজের একটি দল সোমবার ভোরে টাগবোট দিয়ে টেনে জাহাজটিকে আংশিকভাবে সরাতে সমর্থ হয়।
সুয়েজ খাল কর্তৃপক্ষ আরও জানায়, সোমবার জোয়ার শুরু হলে টাগবোট দিয়ে বাকিটুকু টেনে দেবার ব্যবস্থা করা হবে। এতে শীঘ্র গত কয়েক দিনের অচলাবস্থার অবসান ঘটবে।
সোশাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, জাহাজটির একটি অংশ উন্মুক্ত হয়েছে।
তবে এভার গিভেনের প্রযুক্তিগত ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠান বার্নহার্ড শাল্ট শিপম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনও কোন মন্তব্য পাওয়া যায়নি।
গত মঙ্গলবার (২৩ মার্চ )সকালে ভূমধ্যসাগরে যাওয়ার পথে ঝড়ো বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে যাওয়ায় আড়াআড়িভাবে সুয়েজ খালে আটকে পড়ে 'এমভি এভার গিভেন' নামের এই মালবাহী জাহাজ। ৪০০ মিটার লম্বা এবং ৫০০ মিটার প্রশস্ত জাহাজটির ধারণক্ষমতা দুই লাখ ২০ হাজার টন।
সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা রাবি রবিবার মিশরের এক্সট্রা নিউজকে জানান, সুয়েজের প্রবেশমুখে কমপক্ষে ৩৬৯টি নৌযান অপেক্ষা করছে যার মধ্যে কয়েক ডজন কনটেইনার জাহাজ, বাল্ক ক্যারিয়ার, তেলবাহী ট্যাঙ্কার এবং তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বা তরল পদার্থ পরিবহনকারী (এলপিজি) জাহাজ রয়েছে।
জাহাজটির অবস্থানের কারণে বন্ধ হয়ে যায় সুয়েজ খাল; উভয়প্রান্তে আটকা পড়ে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের পণ্য। সুয়েজের এ ঘটনা বিশ্বজুড়েই জাহাজ চলাচলের সময়সূচীতে নেতিবাচক প্রভাব ফেলে। ফলে জাহাজটি উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছিল বিশেষজ্ঞ জাহাজ উদ্ধারকারী একাধিক প্রতিষ্ঠান।
উল্লেখ্য, বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পণ্যের পরিবহন সুয়েজ খালের মাধ্যমে হয়ে থাকে। ইউরোপ ও এশিয়ার মধ্যে সংযোগকারী ১২০ মাইলের খালটি দুই মহাদেশের মাঝে অবস্থিত সবথেকে সংক্ষিপ্ত জলপথ। খালটি উত্তরে ভূমধ্যসাগর থেকে দক্ষিণে লোহিতসাগর পর্যন্ত সংযোগ সৃষ্টি করেছে।
সুয়েজের বিকল্প পথটি দক্ষিণ আফ্রিকার কেইপ অব গুড হোপ উপকূলীয় অঞ্চলে। তবে এই পথে যাতায়াতে দুই সপ্তাহের বেশি সময় লাগে।
এদিকে জাহাজটির পুনরায় ভাসমানের সংবাদ পেয়েই আন্তর্জাতিক বাজারে ক্রুড বা অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে এসেছে, ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি এক ডলার করে কমে ৬৩ দশমিক ৬৭ ডলার হয়েছে।
- রয়টার্স অবলম্বনে