উড্ডয়নরত বিমান থেকে খসে পড়ল ধ্বংসাবশেষ
যুক্তরাষ্ট্রের ডেনভারে উড্ডয়নের পর একটি বিমানের ইঞ্জিন বিকল হয়ে বিমানটির একটি অংশ খসে পড়েছে মাটিতে।
বিবিসি'র এক খবরে বলা হয়েছে, বোয়িং ৭৭৭ মডেলের এই বিমানটিতে যাত্রী ছিলেন ২৩১ জন এবং ক্রু ছিলেন ১০ জন। যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই বিমানটি ডেনভার বিমানবন্দরে অবতরণ করে।
ডেনভারের একটি বাড়ির বাগানে বিমানটির ধসে পড়া অংশের ছবি ব্রুমফিল্ড পুলিশ সামাজিক মাধ্যমে শেয়ার করেছে।
বিমানটির যাত্রীরা জানান, উড্ডয়নের কিছুক্ষণপরই একটি 'বড় বিস্ফোরণ' ঘটে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন জানিয়েছে, হনুলুলুগামী ইউনাইটেড এয়ারলাইন্সের ৩২৮ নম্বর ফ্লাইটের বিমানটির ডান পাশের একটি ইঞ্জিনে ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে।
ওই বিমানেরই একজন যাত্রী বার্তা সংস্থা এপিকে জানান, বিকট বিস্ফোরণের পর পাইলট এসে ঘোষণা দিতে থাকেন।
ডেভিড ডেলুসিয়া নামে ওই যাত্রী বলেন, "বিমানটি খুবই জোরে কাঁপছিল এবং আমরা নিচের দিকে নেমে যাচ্ছিলাম।"
তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে তিনি এবং তার স্ত্রী ওয়ালেটগুলো তাদের পকেটে ঢুকিয়ে ফেলেন যাতে বিমান নিচে পড়ে গেলেও তাদের পরিচয় জানা যায়।