এক বছরের মধ্যে শেষ হয়ে যেতে পারে করোনা মহামারি: মডার্না সিইও
চলমান কোভিড-১৯ মহামারি আগামী এক বছরের মধ্যে শেষ হয়ে যেতে পারে বলে ধারণা করছেন মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টেফেন ব্যানসেল। ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এবং বিশ্বজুড়ে টিকার বিতরণের প্রেক্ষিতে এ কথা বলেন তিনি। যদিও অনেক নিম্ন আয়ের দেশও এখন ভ্যাকসিন অনুদানের অপেক্ষায় রয়েছে।
সুইস সংবাদপত্র নিউ জুরচেয়ার জেইতুং'কে স্টেফেন বলেন, শিগগিরই 'বিশ্বের সবাইকে' দেওয়ার মতো পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হবে বলে বিশ্বাস করেন তিনি। ফলে করোনাভাইরাস একটি মৌসুমি ফ্লু'তে রূপান্তরিত হবে বলে ভবিষ্যদ্বাণী করেন তিনি।
স্টেফেন বলেন, 'হয় আপনি ভ্যাকসিন নিবেন, অন্যথায় অসুস্থ হওয়ার ঝুঁকিতে থাকবেন। হয়তো হাসপাতালেও ভর্তি হওয়া লাগতে পারে।'
তিনি আরও বলেন, 'গত ছয় মাসে যে হারে ভ্যাকসিন উৎপাদন বেড়েছে, সেটি বিবেচনা করলে পরের বছরের মাঝামাঝিতেই পৃথিবীর প্রত্যেককে টিকা দেওয়ার মতো ভ্যাকসিন থাকা উচিত।'
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ধনী দেশগুলোর প্রায় ৮০ শতাংশ নাগরিক ইতোমধ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন। অপরদিকে নিম্ন-আয়ের দেশগুলোতে এ সংখ্যা রয়েছে প্রায় ২০ শতাংশে।
এদিকে গত সপ্তাহে ৬৫ বছর বা তার বেশি বয়সী এবং উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা আমেরিকানদের জন্য ফাইজার-বায়োটেক ভ্যাকসিনের তৃতীয় ডোজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।
তবে বিশ্বের সব দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশকে ভ্যাকসিন দেওয়ার আগ পর্যন্ত বুস্টার ডোজ না দেওয়ার কথা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিশ্বব্যাপী ভ্যাকসিনের অসম বণ্টনকে 'অশালীন' বলে মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের সাম্প্রতিক অধিবেশনে তিনি বিশ্ব নেতাদের উদ্দেশে তিনি বলেন, 'আমরা বিজ্ঞানের দিক দিয়ে এগিয়ে গেলেও নৈতিকতার প্রশ্নে উত্তীর্ণ হতে পারিনি।'
-
সূত্র: হাফপোস্ট