এবার ফোন ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ
যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার বাজারে আনার চেষ্টা করছে, যেখানে মানুষ প্রথমবারের মতো নিজেদের মোবাইল ফোন ছাড়াই এটি ব্যবহার করতে পারবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোনের সঙ্গে সংযুক্ত থাকে। যুক্ত থাকা ও ম্যাসেজ গ্রহণের জন্য এটির ডেস্কটপ ও ওয়েব অ্যাপগুলোর সেই ডিভাইসটির প্রয়োজন পড়ে।
কিন্তু নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের ব্যাটারি বন্ধ হয়ে গেলেও, অর্থাৎ ফোন বন্ধ হয়ে গেলেও ম্যাসেজ পাঠাতে ও গ্রহণ করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, পিসি ও ট্যাবলেট ইত্যাদির মতো সর্বোচ্চ চারটি অন্যান্য ডিভাইস একসঙ্গে ব্যবহার করা যাবে।
এই প্রক্রিয়া চালু করা জন্য প্রাথমিকভাবে একদল অল্প সংখ্যক ব্যবহারকারীকে নিয়ে বেটা টেস্ট চালানো হবে। সবার জন্য এই ফিচার উন্মুক্ত করে দেয়ার আগে হোয়াটসঅ্যাপ টিম চায়, তাদের পারফরমেন্স আরও উন্নত করতে এবং আরও ফিচার যোগ করতে।
হোয়াটসঅ্যাপের একটি প্রধান সেলিং পয়েন্ট হলো এন্ড-টু-এন্ড এনক্রিপশন, যা এই নতুন সিস্টেমের অধীনে কাজ করবে।
অন্যান্য একাধিক ম্যাসেজিং অ্যাপের মধ্যে ইতোমধ্যেই এই ফিচার ব্যবহার করা হয়েছে। তারা কেউ কেউ রাইভাল এনক্রিপ্টেড অ্যাপ সিগনালও ব্যবহার করেছে। এই প্রযুক্তিতে সাইন-আপ করতে একটি ফোন প্রয়োজন হয়, কিন্তু বার্তা আদান-প্রদানে নয়।
হোয়াটঅ্যাপের প্রায় দুই বিলিয়ন ব্যবহারকারীর মধ্যে অনেকেই এই ফিচারটি হোয়াটসঅ্যাপেও আনার অনুরোধ করেছেন। সে কারণেই হোয়াটসঅ্যাপের এই নতুন উদ্যোগ খুব শিগগিরই আলোর মুখ দেখতে যাচ্ছে।
সূত্র: বিবিসি