এবার ভারতে করোনা ভাইরাস
চীনের পার্শ্ববর্তী দেশ নেপালের পর এবার ভারতের কেরেলায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, ভাইরাসে আক্রান্ত ভারতীয় করোনা ভাইরাসের কেন্দ্রস্থল চীনের উহানে অবস্থিত উহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ওই শিক্ষার্থীকে হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল এবং তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে, করোনা ভাইরাসে চীনের সব অঞ্চলের মানুষ আক্রান্ত হয়েছে। সর্বশেষ দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে একজনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে।
চীনের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বুধবার পর্যন্ত দেশটিতে ভাইরাসে সাত হাজার ৭১১ জনের আক্রান্ত হওয়ার বিষয় নিশ্চিত হওয়া গেছে।
চীনের পাশাপাশি আরও অন্তত ১৬টি দেশে ছড়িয়েছে ভাইরাস।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এতে করোনা ভাইরাসকে বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করা উচিত কি না, তা নিয়ে আলোচনা করা হবে।
এর আগে বুধবার জার্মানি, ভিয়েতনাম ও জাপানের দিকে ইঙ্গিত করে ডব্লিউএইচওর মহাপরিচালক টেডরোস আধানম গেবরেয়েসুস বলেন, "গত কয়েক দিনে বিশেষত কয়েকটি দেশে, মানুষের কাছ থেকে মানুষে ভাইরাসটির বিস্তার আমাদের উদ্বেগে ফেলেছে।"