করোনা ভাইরাসকে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা
চীনের উহান থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসকে বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ডব্লিউএইচওর মহাপরিচালক টেডরোস আধানম গেবরেয়েসুস এ ঘোষণা দেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
তিনি বলেন, “চীনে যা ঘটছে, তার জন্য নয়; অন্য দেশগুলোতে যা হচ্ছে মূলত তার পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।”
স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা, দুর্বল স্বাস্থ্যব্যবস্থা থাকা দেশগুলোতে এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।
যুক্তরাষ্ট্র এরই মধ্যে নিজ নাগরিকদের চীন ভ্রমণে সতর্কতা জারি করেছে।
দেশটির স্টেট ডিপার্টমেন্ট নাগরিকদের চীন সফরের ওপর চতুর্থ পর্যায়ের সতর্কতা জারি করেছে।
এর আগে স্টেট ডিপার্টমেন্ট মার্কিন নাগরিকদের চীনে যাওয়ার বিষয়টি ‘পুনর্বিবেচনা’ করতে বলেছিল।
সবশেষ বার্তায় বলা হয়েছে, চীনে থাকা যুক্তরাষ্ট্রের যেকোনো নাগরিকের উচিত বাণিজ্যিক উপায়ে দেশটি ছাড়ার চিন্তা করা।
করোনা ভাইরাসে চীনে কমপক্ষে ২১৩ জনের মৃত্যু হয়েছে, যার বেশিরভাগই হয়েছে সংক্রমণের উৎপত্তিস্থল হুবেই প্রদেশে।
দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ১০ হাজার মানুষ।
ডব্লিউএইচও বলছে, চীন বাদে বাকি ১৮টি দেশে ৯৮ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে সেসব দেশে কারো মৃত্যু হয়নি।