করোনাভাইরাসের বিভিন্ন স্ট্রেইনের বিরুদ্ধে সুরক্ষায় প্রয়োজন বিভিন্ন মাত্রার অ্যান্টিবডি
করোনাভাইরাসের বিভিন্ন স্ট্রেইনের বিরুদ্ধে সুরক্ষার জন্য বিভিন্ন মাত্রার অ্যান্টিবডির প্রয়োজন হয়, তবে টিকাদান প্রয়োজনীয় কিনা তার মাপকাঠি এটি হতে পারে না। সম্প্রতি রাশিয়ান সংক্রামক রোগ বিশেষজ্ঞ ইয়েকাতেরিনা স্তেপানভার এসব বক্তব্য প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা টিএএসএস।
"প্রাথমিক গবেষণা অনুযায়ী, বিভিন্ন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর সুরক্ষার জন্য প্রয়োজন বিভিন্ন মাত্রার অ্যান্টিবডি। উদাহরণস্বরূপ, দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষার জন্য প্রতি মিলিলিটারে ১০০০ বিএইউ'র চেয়েও বেশি অ্যান্টিবডি মাত্রা প্রয়োজন। ধারণা করা হচ্ছে ডেল্টা স্ট্রেইনের বিরুদ্ধে প্রয়োজন হবে প্রতি মিলিলিটারে ১,৫০০ বিএইউ'র বেশি," বলেন তিনি।
তার ভাষ্যে, "আপনি যদি এখনো ভ্যাকসিন না নিয়ে থাকেন, আমার পরামর্শ আপনি অসুস্থ হয়েছিলেন নাকি হননি, সে চিন্তা না করেই ভ্যাকসিন নিয়ে ফেলুন।"
ভ্যাকসিন দেওয়ার ফলে বিপদজনক পরিমাণে অ্যান্টিবডি তৈরি হতে পারে- এ ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি।
"প্লাসমা থেরাপির মাধ্যমে কোভিড রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে যার ফলে অ্যান্টিবডি বৃদ্ধি পায়। অর্থাৎ, ওই তত্ত্ব সমর্থনের জন্য কোনো বাস্তবিক প্রমাণ নেই," বলেন তিনি।
"অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট তত্ত্বের ক্ষেত্রেও একই কথাই বলবো। এই তত্ত্ব অনুযায়ী, অ্যান্টিবডির সঙ্গে মিলিত হয়ে নাকি ভাইরাস আরও দ্রুত পোষক দেহে সংক্রমণ ঘটাতে পারে। প্লাসমা থেরাপির সফলতাই প্রমাণ করে এটি সম্ভব নয়," যোগ করেন তিনি।
- সূত্র: টিএএসএস