করোনায় আতঙ্কিত আইএস
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের আতঙ্ক বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। সেই আতঙ্কের রেশ এবার ইসলামিক স্টেটের (আইএস) অন্দরমহলেও পৌঁছে গেল! প্রাণঘাতি ভাইরাসটির প্রকোপ থেকে বাঁচতে সতর্কতা জারি করেছে এই জঙ্গি সংগঠন। করোনা আক্রান্ত দেশগুলোতে তাদের সদস্যদের যাওয়ার ওপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।
নিজস্ব নিউজলেটার 'আল নাবা'য় করোনার প্রকোপ থেকে রক্ষা পাওয়ার একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ করেছে জঙ্গি সংগঠনটি। এতে হাঁচি ও হাই তোলার সময় মুখ চাপা দেওয়া, খাওয়ার আগে হাত ধুয়ে নেওয়ার পাশাপাশি রাতে ঘুম ভেঙে গেলে কমপক্ষে তিন বার হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া অসুস্থদের সঙ্গে দূরত্ব বজার রাখার পাশাপাশি যে দেশগুলোতে করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে, সেখানে না যাওয়ার পরামর্শ দিয়েছে আইএস। অন্য যেসব দেশের জঙ্গিরা করোনায় আক্রান্ত হয়েছে, দেশ ছাড়তে বারণ করা হয়েছে তাদেরও। খবর হিন্দুস্তান টাইমসের।
জানা কথা, বিশ্বের অনেক দেশেই প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। আক্রান্তের সংখ্যার পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যা।