করোনার ওরাল পিলের অনুমোদন দিল ব্রিটেন
বৃহস্পতিবার বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড-১৯ অ্যান্টিভাইরাল ওরাল পিল বা মুখে খাওয়ার ওষুধের অনুমোদন দিয়েছে ব্রিটেন।
যৌথভাবে ওষুধটি প্রস্তুত করেছে মার্ক ও রিডগেব্যাক বায়োথেরাপিউটিকস। চলমান করোনা মহামারি প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারে এই ওষুধ।
কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়ার পর যত শীঘ্রই সম্ভব এবং করোনার সম্ভাব্য উপসর্গ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে 'মলনুপিরাভির' নামের ওষুধটি সেবনের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ)।
যুক্তরাজ্য সরকার ও ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) যথাসময়ে কোভিড-১৯ এর এই নতুন চিকিৎসা কীভাবে পরিচালিত হবে তা জানাবে।
এদিকে মার্ক জানিয়েছে, তারা কোভিড-১৯ চিকিৎসার জন্য এ বছরের মধ্যেই এক কোটি কোর্স উৎপাদন করবে। এছাড়া ২০২২ সালে আরও অন্তত দুই কোটি কোর্স উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা।
- সূত্র: রয়টার্স