ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ইরাকি আদালত
ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলায়মানি হত্যার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরাকের একটি আদালত। আজ বৃহস্পতিবার আদালতের এ সিদ্ধান্ত সম্পর্কে জানায় দেশটির বিচার বিভাগ।
গতবছর ট্রাম্পের নির্দেশে মার্কিন ড্রোন হামলায় সফররত ইরানি জেনারেলকে হত্যা করা হয়। এসময় তার সঙ্গে একইগাড়িতে থাকা ইরাকের একজন শীর্ষ মিলিশিয়া বাহিনীর নেতাও নিহত হন।
পরোয়ানা জারি করেছে ইরাকি রাজধানী বাগদাদের একটি তদন্ত আদালত। সোলায়মানিসহ মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার ঘটনায় ওয়াশিংটনের সম্পৃক্ততা অনুসন্ধানে বিশেষ আদালতটি গঠন করা হয়।
আল-মুহান্দিস ছিলেন আইএস জঙ্গিবিরোধী লড়াইয়ে রাষ্ট্র অনুমোদিত পপুলার মোবিলাইজেশন ফোর্সের একজন শীর্ষ ডেপুটি। ইরান সমর্থিত এসব মিলিশিয়াকে বিপুল অর্থ ও অস্ত্র সহায়তা দেয়।
আর বিদেশের মাটিতে ইরানি সামরিক তৎপরতা পরিচালনার দায়িত্বে ছিলেন ইরানের বিল্পবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ব্রিগেডের প্রধান কাশেম সোলাইমানি।
ইরাকের মাটিতে তাকেসহ একজন ইরাকি নাগরিককে এভাবে হত্যার ঘটনাকে পূর্ব-পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পরোয়ানা জারি করেছে আদালত। এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই রায় বাস্তবায়ন করা সম্ভব না হলেও, ট্রাম্পের শেষ সময়ে এটি প্রতীকী বিচারের চেষ্টা মাত্র।