গঙ্গার স্রোতে ভেসে আসল শতাধিক মৃতদেহ, করোনা আতঙ্ক বিহারে
ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই সরকারি হিসেবে প্রায় ৪ হাজার মানুষের মৃত্যুর খবর আসছে। অক্সিজেনের অভাবে দেশটির হাসপাতালগুলোতে হাহাকারের দৃশ্যের পাশাপাশি, দেশজুড়ে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার ঘটনাও এখন অনেকটা সামনে চলে এসেছে। এমন পরিস্থিতিতে সোমবার বিহারে দেখা গেল এক রক্ত হিম করা দৃশ্য।
বিহারের বক্সার জেলায় গঙ্গা নদীর ধারে পড়ে থাকতে দেখা যায় শতাধিক মৃতদেহ যেগুলো নদীর স্রোতে এই তীরে এসে ভীড়েছে। ধারণা করা হচ্ছে, গঙ্গার স্রোত ধরে ভেসে আসা এই মরদেহগুলো করোনাভাইরাসে আক্রান্ত।
কলকাতার গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, গঙ্গার ধারে পড়ে রয়েছে শতাধিক মৃত দেহ। আর তাদের শরীর ছিঁড়ে খাচ্ছে সারমেয়। ঘটনাটি ঘটেছে বক্সার জেলার চৌসায়। আশঙ্কা করা হচ্ছে, যাদের দেহ মিলেছে, তারা প্রত্যেকেই করোনা আক্রান্ত। যার ফলে রীতিমতো উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।"
স্থানীয় সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, "সকালের দিকে গঙ্গায় ভাসতে দেখা গিয়েছিল ওই দেহগুলিকে। তার পরই সেগুলিকে গঙ্গার ধারে তুলে এনে রাখার ব্যবস্থা করা হয়। স্থানীয়দের অনুমান, গঙ্গার উল্টো পাড়ে উত্তরপ্রদেশ, ওই দিক দিয়েই ভেসে এসেছে দেহগুলি। কারণ তাদের দাবি, এই এলাকায় একসঙ্গে এত মানুষের মৃত্যু হওয়া সম্ভব নয়। আপাতত জেলা প্রশাসনকে পুরো বিষয়টি জানানো হয়েছে।"
বিহারের বক্সার জেলার এসডিও কেকে উপাধ্যায় বলেন, ''দূর থেকে ১০-১২টি মৃতদেহ ভেসে আসতে দেখা গিয়েছিল। আপাতত যা বোঝা যাচ্ছে, বিগত ৫-৭ দিনে ধরে সেগুলি পানিতে ভাসছিল। পানিতে দেহ ভাসানোর প্রথা আমাদের এখানে নেই। দেহগুলির সৎকারের ব্যবস্থা করছি আমরা।"