গরু খাওয়ার জন্য বাঘকে শাস্তি দিতে হবে: ভারতের বিধায়ক
ভারতের গোয়া বিধানসভায় বাঘ হত্যা নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) বিধায়ক চার্চিল আলেমাও বলেছেন, গরু খাওয়ার জন্য মানুষকে শাস্তি দেওয়া হলে বাঘদেরও সাজা পাওয়া উচিত।
বুধবার রাজ্য বিধানসভায় দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলে দ্য হিন্দুর প্রতিবেদনে জানানো হয়েছে।
গত মাসে গোয়ার মাধায়ি বন্য প্রাণী অভয়ারণ্যে এক বাঘিনী ও তার তিন বাচ্চাকে হত্যা করে স্থানীয় পাঁচজন।
মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি বিধানসভায় উত্থাপন করেন বিরোধী দলের নেতা দিগম্বর কামাত।
এর পরিপ্রেক্ষিতে চার্চিল আলেমাও বলেন, "গরু খাওয়ার পর বাঘ শাস্তি পায় না কেন? যখন একজন মানুষ গরু খায়, তখন সে শাস্তি পায়।"
তিনি বলেন, বন্য প্রাণীর কথা এলে বাঘ গুরুত্ব পাচ্ছে। কিন্তু মানুষের বিষয় এলে গুরুত্ব পাচ্ছে গরু।
বিরোধী আইনপ্রণেতার প্রশ্নের জবাবে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, গবাদি পশুর ওপর আক্রমণ করায় স্থানীয়রা বাঘগুলোকে মেরে ফেলেছে।
তিনি আরও জানান, বন্যপ্রাণীর হামলায় গবাদি পশু হারানো কৃষকরা তিন বা চার দিনের মধ্যে ক্ষতিপূরণ পাবেন।