হেপাটাইসিস সি ভাইরাস আবিষ্কারের জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিনজন
এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হার্ভে জে. অল্টার, মাইকেল হিউটন ও চার্লস এম. রাইস। 'হেপাটাইসিস সি ভাইরাস আবিষ্কারে'র জন্য তারা যৌথভাবে এ সম্মানে ভূষিত হন।
হার্ভে জে. অল্টারের জন্ম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে, ১৯৩৫ সালে। তিনি নিজ দেশের বেথেসডার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে কর্মরত।
মাইকেল হিউটন যুক্তরাজ্যের নাগরিক। কানাডার এডমন্টনের ইউনিভার্সিটি অব অ্যালবের্টায় কর্মরত তিনি। অন্যদিকে, ১৯৫২ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণকারী চার্লস এম. রাইস বর্তমানে নিউইয়র্কের রকেফেলার ইউনিভার্সিটিতে কাজ করেন।