চীনের সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলা গুরুত্বপূর্ণ: জাপানের নতুন পররাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার প্রতি জোর দিয়েছেন জাপানের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি। সেইসঙ্গে পার্শ্ববর্তী বৃহৎ অর্থনীতি চীনকেও দায়িত্বশীল আচরণের জন্য অনুরোধ জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার প্রথম সংবাদ সম্মেলনে হায়াশি বলেন, "জাপান ও চীনের মধ্যে সুসম্পর্ক শুধু আমাদের দু'দেশের জন্যই নয়, বরং এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও বিশেষভাবে গুরুত্বপূর্ণ।"
তিনি আরও বলেন, "একই সঙ্গে আমাদের দায়িত্বশীল আচরণের প্রতিও জোর দিতে হবে; সংলাপ বজায় রাখতে হবে এবং অভিন্ন চ্যালেঞ্জগুলোতে দৃঢ়ভাবে একে অন্যের সহায়তা করতে হবে।"
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, 'অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি' এড়াতে জাপান-চীন পার্লামেন্টারিয়ানস ফ্রেন্ডশিপ লিগের প্রধানের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মাত্র একদিন আগেই তাকে জাপানের অন্যতম এই শীর্ষ কূটনৈতিক পদের দায়িত্ব দিয়েছিলেন।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, হায়াশি লীগের প্রধান হিসেবে চীনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে পারবেন কিনা, তা নিয়ে জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির রক্ষণশীল আইনপ্রণেতাদের মধ্যে সংশয় রয়েছে।
- সূত্র- রয়টার্স