মুখ বন্ধ রাখুন: ট্রাম্পকে হিউস্টনের পুলিশ প্রধান
সরাসরি ভিডিও কনফারেন্স কলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সকল রাজ্যের গভর্নরদের প্রতি চলমান বর্ণবাদ বিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার তিনি কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে পুলিশি নির্যাতনে হত্যার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ সমাবেশ দমনে এই নির্দেশ দেন।
এসময় তিনি বলেন, আপনারা যদি তাদের কঠোর হস্তে নিয়ন্ত্রণ না করেন, তাহলে আপনারা শুধুই কালক্ষেপণ করছেন।
এদিন তিনি কঠোর পদক্ষেপ না নেওয়া হলে দেশজুড়ে সেনা মোতায়েনের হুমকিও দেন।
ট্রাম্পের এমন হুমকির প্রতিক্রিয়ায় বর্তমানের বিস্ফোরক পরিস্থিতিতে দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন নগরীর পুলিশ বাহিনীর প্রধান প্রেসিডেন্টের প্রতি নিজের মুখে কুলুপ আঁটার পরামর্শ দিয়েছেন।
মার্কিন বার্তা সংস্থা সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশ চীফ আর্ট আসিভেদো বলেন, দেশের সমস্ত পুলিশ প্রধানের পক্ষ থেকে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি একটি বার্তা দিতে চাই। সেটা হলো; আপনি যদি গঠনমূলক কিছু না বলতে পারেন, তাহলে দয়া করে নিজের মুখ বন্ধ রাখুন।
ট্রাম্পের কঠোরহস্তে বিক্ষোভ দমনের নির্দেশ সম্পর্কে তিনি বলেন, বিক্ষোভ নিয়ন্ত্রণের সঙ্গে পূর্ণশক্তি প্রয়োগ সামঞ্জস্যপূর্ণ নয়, বরং এটা আন্দোলনকারীদের হৃদয় ও মন জয় করার ব্যাপার।
অযাচিত বক্তব্য দিয়ে তরুণদের জীবনকে হুমকির মুখে ঠেলে না দিতেও এসময় ট্রাম্পের প্রতি অনুরোধ করেছেন আর্ট আসিভেদো।