ড্রাগ ওভারডোজে যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক মৃত্যু
বিগত এক বছরে ড্রাগ ওভারডোজে এক লাখেরও বেশি আমেরিকান নাগরিক মারা গেছে যুক্তরাষ্ট্রে। এর আগে উল্লেখিত কারণে বছরে এত বেশি মানুষ মারা যাওয়ার রেকর্ড নেই দেশটিতে।
আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের এপ্রিল পর্যন্ত ড্রাগ ওভারডোজে মৃত্যুর হার ২৮.৫ শতাংশ বেড়েছে।
বিশেষজ্ঞদের মতে, মহামারিতে নাগরিকদের মানসিক চাপ বৃদ্ধি এই পরিস্থিতির জন্য দায়ী। এছাড়া, ফেন্টানাইলের মতো সিন্থেটিক ওপিওড জাতীয় ওষুধের সরবরাহ বেড়ে যাওয়াও একটি বড় সমস্যা।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ৪টি ছাড়া বাকি সবকটিতেই ড্রাগ ওভারডোজের মাত্রা বেড়েছে।
সিডিসি-র অনুমান অনুযায়ী, ড্রাগ ওভারডোজে গত এক বছরে মৃতের সংখ্যা ১ লাখ ৩০৬ জন; যেখানে আগের বছর একই কারণে প্রাণ হারায় ৭৮ হাজার ৫৬ জন।
কলাম্বিয়া ইউনিভার্সিটির এপিডেমিওলজির মাদকাসক্তি বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক ক্যাথরিন কিয়েস বিবিসিকে বলেন, গত কয়েক বছর ধরে ড্রাগ ওভারডোজে মৃতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে মহামারি চলতে থাকায় অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে।
দেশটিতে ড্রাগ ওভারডোজে মৃত্যুর সংখ্যা এখন গুলি লাগা, দুর্ঘটনা, কিংবা ফ্লুতে মৃত্যুর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
এরমধ্যে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে ভারমন্টে। সেখানে মৃত্যুর হার বেড়েছে ৭০ শতাংশ। এরপরেই এ তালিকায় রয়েছে পশ্চিম ভার্জিনিয়া (৬২ শতাংশ) এবং কেনটাকি (৫৫ শতাংশ)।
এদিকে সিরাকিউজ ইউনিভার্সিটির পাবলিক হেলথ প্রমোশনের লার্নার সেন্টারের পরিচালক শ্যানন মোনাট বলেন, ড্রাগ ওভারডোজে মৃত্যু "একটি আমেরিকান ট্র্যাজেডি, এবং এটি প্রতিরোধযোগ্য।"
তার উল্লেখিত সম্ভাব্য কিছু সমাধানের মধ্যে রয়েছে, ফেন্টানাইল পরীক্ষার স্ট্রিপ তৈরি। তিনি আরও বলেন,"আমাদের স্বীকার করতে হবে যে গত ২০ থেকে ৩০ বছরে মাদকের ব্যবহার বাড়তে থাকা সামাজিক ও অর্থনৈতিক সমস্যার একটি উপসর্গ।"
"আমাদের ড্রাগ ওভারডোজ সংকট মোকাবেলার সমাধানগুলো তখনই কার্যকর হবে যদি আমরা দীর্ঘমেয়াদী সামাজিক এবং অর্থনৈতিক সমস্যাগুলো মোকাবেলা করতে পারি," বলেন তিনি।
- সূত্র: বিবিসি