দক্ষিণ আফ্রিকার অধিক সংক্রামক করোনাভাইরাস স্ট্রেইন যুক্তরাষ্ট্রে
দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া করোনাভাইরাসের অধিক সংক্রামক স্ট্রেইনের সংক্রমণের প্রমাণ মিলেছে যুক্তরাষ্ট্রেও। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কর্মকর্তারা দুইজন ব্যক্তির দেহে এ স্ট্রেইন শনাক্তের ব্যাপারটি নিশ্চিত করেছেন।
সাউথ ক্যারোলিনার ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড এনভারনমেন্ট কন্ট্রোল জানিয়েছে, শনাক্ত দুইজনের ভ্রমণের ইতিহাস নেই এবং কোনোভাবে সম্পৃক্তও নন ওই দুইজন আক্রান্ত ব্যক্তি।
দুইজন ব্যক্তির কোভিড পরীক্ষাই জানুয়ারির প্রথমদিকে করা হয়, তবে জিন সিকুয়েন্সিং-এ সময় লাগায় সংক্রমণ ঘটানো ভাইরাস নতুন স্ট্রেইন কিনা এ তথ্য নিশ্চিত হতে সময় লেগেছে।
মার্কিন স্বাস্থ্য বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, এখন পর্যন্ত এই দুটি ছাড়া এই স্ট্রেইনের সংক্রমণ সম্পর্কে আর নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এখনই গণহারে সংক্রমণের সম্ভাবনার ব্যাপারে শঙ্কা নেই জানিয়ে স্বাস্থ্য বিভাগের অভ্যন্তরীণ জনস্বাস্থ্য পরিচালক ডা. ব্র্যানন ট্র্যাক্সলার বলেন সাউথ ক্যারোলিনায় ভাইরাসের নতুন এ ধরনের সংক্রমণের প্রকৃতি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়ার উপায় নেই।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই ধরনের সংক্রমণে গুরুতর উপসর্গ দেখা যাওয়ার কোনো প্রমাণ মেলেনি এখনো।
ভাইরাসের অন্যান্য ধরনের চেয়ে অধিক সংক্রামক হওয়ায় উদ্বেগের সৃষ্টি করেছে বি.১.৩৫১ হিসেবে পরিচিত নতুন এই ধরনটি। অ্যান্টিবডির গড়ে তোলা রোগ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন নতুন এই ধরনের বিরুদ্ধেও ভ্যাকসিন কার্যকর ভূমিকা রাখবে।
ট্র্যাক্সলার জানিয়েছেন, জীবনঘাতি এ ভাইরাসের বিরুদ্ধে লড়াই এখনো অনেকটাই বাকি তাই স্মরণ করিয়ে দিচ্ছে নতুন এ ধরনটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এখন পর্যন্ত বিশ্বের ৩০টি দেশে করোনাভাইরাসের নতুন এ ধরনের সংক্রমণের প্রমাণ মিলেছে।