পাকিস্তানে আবাসিক এলাকায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি যাত্রীবাহী বিমান দেশটির করাচির জিন্নাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে শুক্রবার বিধ্বস্ত হয়েছে।
পিআইএর মুখপাত্র আবদুল্লাহ হাফিজ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯০ যাত্রী ও ৮ ক্রু নিয়ে বিমানটি লাহোর থেকে করাচি আসছিল। খবর ডন ও বিবিসির।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায় করাচির যে আবাসিক এলাকায় বিমানটি ভেঙে পড়েছে, সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছে।
উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই বিমানে ব্যাংক অব পাকিস্তানের প্রেসিডেন্ট জাফর মাসুদও ছিলেন। তিনি বেঁচে থাকলেও মারাত্মক আহত হয়েছেন এবং আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছে তার পরিবার।
এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল সাত্তার খোখার বলেছেন, 'বিমানটি বিধ্বস্ত হয়েছে করাচিতে, আমরা ঠিক কতজন যাত্রী বিমানে ছিল তা নিশ্চিত করার চেষ্টা করছি। তবে প্রাথমিকভাবে বিমানে ৯৯ জন যাত্রী এবং আটজন ক্রু ছিলেন বলে জেনেছি।'
দেশটিতে বাণিজ্যিক বিমান চলাচল আবার শুরু হবার মাত্র দিন কয়েকের মধ্যে এই দুর্ঘটনা ঘটল।