পৃথিবীতে এসেই করোনা ভাইরাসে আক্রান্ত
চীনের উহানে জন্মের মাত্র ৩০ ঘণ্টা পরই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এক শিশু। এ নবজাতকটিই এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সে এ রোগে আক্রান্ত হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, প্রাণঘাতী করোনা ভাইরাসের কেন্দ্রস্থল উহানের একটি হাসপাতালে ২ ফেব্রুয়ারি জন্ম হয় শিশুটির।
জন্মদানের আগেই তার মা করোনা ভাইরাসে আক্রান্ত হন। তবে নবজাতকের মধ্যে রোগটি কীভাবে সংক্রমণ হলো, তা নিশ্চিত হতে পারেননি চিকিৎসকরা।
এখন পর্যন্ত হাতে গোনা কয়েকটি শিশু এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। চীন ও দেশটির বাইরে এখন পর্যন্ত ভাইরাসে মৃত্যু হয়েছে ৫৬৩ জনের। এতে আক্রান্ত হয়েছে ২৮ হাজার ১৮ জন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া বুধবার রাতে শিশুটির আক্রান্তের খবর জানায়।
প্রতিবেদনটিতে বলা হয়, ৩.২৫ কেজি ওজনের শিশুটির অবস্থা স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।