প্যান্ডোরা পেপারস: ‘অন্যায়’ তদন্তের প্রতিশ্রুতি দিলেন ইমরান খান
প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারির সঙ্গে জড়িত সব পাকিস্তানি নাগরিককে তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি জানান, বিশ্বব্যাপী গোপন সম্পদের তথ্য ফাঁসে যেসব পাকিস্তানির নাম উঠে এসেছে, তার সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে তদন্ত করবে। কোনো অন্যায় হয়ে থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এছাড়া, গোপন আর্থিক সম্পদের তথ্য ফাঁসের এই তদন্ত উদ্যোগকে সোমবার এক টুইটবার্তায় স্বাগত জানান তিনি।
প্যান্ডোরা পেপারসে ইমরান খানের মন্ত্রিসভার সদস্যসহ কয়েক'শ পাকিস্তানি নাগরিকের সংযোগ পাওয়া গেছে।
পাকিস্তানি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়া কাগজপত্রে দেশটির ৭০০ জনেরও বেশি লোকের নাম রয়েছে, তাদের মধ্যে রয়েছেন মন্ত্রিসভার দুজন সদস্য।
তদন্তে উঠে এসেছে, দেশটির অর্থমন্ত্রী শওকত তারিন এবং তার পরিবারের সদস্যরা চারটি অফশোর ফার্মের মালিক। সেই কোম্পানির আর্থিক উপদেষ্টা তারিক ফাওয়াদ মালিকের দাবি, তারিন পরিবার সৌদি আরবের সঙ্গে ব্যবসায় বিনিয়োগের জন্য কোম্পানিগুলো প্রতিষ্ঠা করেছিল। তবে শেষ পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
মন্ত্রিসভার আরেক সদস্য, পানিসম্পদমন্ত্রী চৌধুরী মুনিস এলাহিকে তার অফশোর ট্যাক্স হেভেনে বিনিয়োগের খবর দেশের কর কর্তৃপক্ষকে জানানো হবে বলে সতর্ক করার পর তিনি একটি পরিকল্পিত বিনিয়োগ থেকে সরে আসেন।
তবে এলাহি পরিবারের একজন মুখপাত্র অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের সকল সম্পদ বৈধ।
লুকিয়ে রাখা সম্পদের আর্থিক নথিপত্র- প্যান্ডোরা পেপারসে রয়েছে কমপক্ষে ১২ মিলিয়ন ফাইল। বিবিসি প্যানোরামা এবং যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা গার্ডিয়ানের নেতৃত্বাধীন ওয়াশিংটন ডিসির ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) এই কেলেঙ্কারির সকল তথ্য নিশ্চিত করেছে। আইসিআইজে ১৪০টিরও বেশি মিডিয়া সংস্থার সঙ্গে বৈশ্বিক এ তদন্তে কাজ করছে। এছাড়া, ১১৭টি দেশের ৬০০ জনেরও বেশি সাংবাদিক সম্পৃক্ত রয়েছেন এই তদন্ত কাজে।
-
সূত্র: বিবিসি