প্রত্যাহারের শেষ পর্যায়ে মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেট হামলা
আগামীকাল ৩১ আগস্টের পর আফগান ভূমিতে বিদেশি সেনাদের উপস্থিতি চায় না তালেবান। যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানোর ইচ্ছে প্রকাশ করলেও তালেবানের অসম্মতির কারণে নির্ধারিত সময়ের মধ্যেই সেনা সদস্য ও দেশত্যাগে ইচ্ছুক আফগান নাগরিকদের নিয়ে যাওয়ার কাজ চলছে।
এরমধ্যেই মার্কিন সেনা ও আফগান নাগরিকদের ওপর হামলা করছে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস – এর আফগান শাখা আইএস-কে (খোরাসান)। আজ সোমবারও (৩০ আগস্ট) প্রত্যাহারের চূড়ান্ত পর্যায়ে মার্কিন সেনা সদস্যদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে তারা।
সংশ্লিষ্ট এক মার্কিন সেনা কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দর লক্ষ্য করে সোমবার বেশকিছু রকেট ছোঁড়া হয়।
কমপক্ষে পাঁচটি রকেট আঘাত হানার আগেই ধবংস করে দিয়েছে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
আফগান গণমাধ্যম পাজহক জানায়, একটি মোটরযানের পেছন থেকে রকেটগুলো নিক্ষেপ করা হয়েছে। বেশকিছু রকেট কাবুল নগরীর অন্যান্য স্থানেও আঘাত হানে।
এ হামলায় তাৎক্ষণিকভাবে কোন মার্কিন সেনা বা নাগরিক হতাহতের ঘটনা ঘটেনি বলে রয়টার্সকে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা।
সাম্প্রতিক হামলার ঘটনার ব্রিফিং শোনার পর সেনা কমান্ডারদের প্রতি মার্কিন বাহিনীর সদস্যদের সুরক্ষায় যেকোনো পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
এর আগে গত রোববার যুক্তরাষ্ট্রের মনুষ্যবিহীন বিমান (ড্রোন) হামলায় একজন আত্মঘাতী হামলাকারী নিহত হয়। আইএস-কে'র ওই সদস্য বিস্ফোরক ভর্তি মোটরকার নিয়ে হামলার প্রস্তুতি নেওয়ার সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়।
আইএস-কে' তালেবান ও পশ্চিমা শক্তি উভয়েরই প্রকাশ্য শত্রু।
তবে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনাও ঘটেছে। যাদের মধ্যে ছিলেন একই পরিবারের নয় সদস্য। নিহতদের একজন আত্মীয় মার্কিন গণমাধ্যম সিএনএন- এর স্থানীয় এক সংবাদদাতাকে বিষয়টি জানিয়েছেন।
এব্যাপারে রোববার ইউএস সেন্ট্রাল কম্যান্ডের এক বিবৃতিতে বলা হয়, "কাবুল বিমানবন্দরের নিরাপত্তার জন্য অত্যাসন্ন ঝুঁকি হিসেবে চিহ্নিত এক আইএস-কে আত্মঘাতী হামলাকারীকে হত্যা করা হয়েছে।"
বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে সেন্ট্রাল কম্যান্ড।
"মোটরকারটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের কথা আমরা জানি। এ থেকে বোঝা যায়, গাড়িতে অনেক বিস্ফোরক বোঝাই ছিল। পরবর্তী এসব বিস্ফোরণের ফলেই অতিরিক্ত হতাহতের ঘটনা ঘটতে পারে।"
তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত ৭ জন বেসামরিক নাগরিক। চীনা গণমাধ্যম সিজিটিএন'কে একথা বলার সময় তিনি ভিন দেশের মাটিতে নিরাপরাধ নাগরিকদের হত্যা করার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন এবং এ ঘটনাকে 'অবৈধ চর্চা' বলে উল্লেখ করেছেন।
গত ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুল পতনের একদিন আগে থেকে শুরু হওয়া উদ্ধার তৎপরতায় এপর্যন্ত বিদেশি ও ঝুঁকিতে থাকা আফগান নাগরিকসহ প্রায় এক লাখ ১৪ হাজার জনকে দেশটি থেকে উদ্ধার করা হয়েছে। তালেবানের সঙ্গে সমঝোতা অনুসারে, আগামীকাল মঙ্গলবার সর্বশেষ দিন হওয়ায় শেষ মুহূর্তের তোড়জোড়ও স্পস্ট।
রোববার নাগাদ কাবুল বিমানবন্দরে অবস্থানরত মার্কিন সেনা সদস্যদের সংখ্যা চার হাজারে নেমে আসে। বৃহস্পতিবার ইসলামিক স্টেট (আইএস-কে)-এর সন্ত্রাসী হামলায় ১৩ মার্কিন সেনাসহ নিহত হন অন্তত ১৫০ জন বেসামরিক আফগান, আহতের সংখ্যা বহুসংখ্যক। ওই ঘটনার পর থেকেই মার্কিন সেনাবাহিনীর ওপর বিদ্যমান ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন বাইডেন প্রশাসন। তাই জোরকদমে চলছে উদ্ধার তৎপরতা ও সেনাদের ফিরিয়ে আনার কাজ।
- সূত্র: রয়টার্স