প্রথম কোনো অন্ধ চীনা পর্বতারোহীর এভারেস্ট জয়
৪৬ বছর বয়সী চীনা পর্বতারোহী ঝাং হং বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। এশিয়া মহাদেশের মধ্যে তিনিই প্রথম অন্ধ ব্যক্তি হিসেবে এভারেস্ট জয় করলেন। পুরো বিশ্বে তার আগে আরও দুইজন অন্ধ পর্বতারোহী সর্বোচ্চ এ শৃঙ্গ জয়ের স্বাদ পেয়েছেন।
ঝাং তার এভারেস্ট জয়ের ব্যাপারে বলেন, "আপনি প্রতিবন্ধী হোন বা সাধারণ মানুষ, আপনার দৃষ্টিশক্তি বা হাত-পা না থাকুক, যতোক্ষণ পর্যন্ত আপনার মানসিক দৃঢ়তা আছে, তা কোনো ব্যাপার-ই না। মানসিক শক্তি থাকলে, আপনি যা করতে পারবেন না বলে মনে করেন অন্যরা, তাও করতে পারবেন,"
ঝাং গত ২৪ মে হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় আরোহণের পর গত বৃহস্পতিবার বেজ ক্যাম্পে ফিরে আসেন।
চীনের দক্ষিণ-পশ্চিমের শহর চংকিং-এ জন্ম নেওয়া এ পর্বতারোহী ২১ বছর বয়সে গ্লুকোমা নামক চোখের এক জটিল রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান।
মার্কিন অন্ধ পর্বাতোরাহী এরিক ওয়েহেনমেয়ারের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন ঝাং। এরিক ২০০১ সালে এভারেস্ট জয় করেন। ঝাংয়ের এক বন্ধু মাউন্টেন গাইড, তিনিই তার প্রশিক্ষণের দায়িত্ব নেন।
গত বছর কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বন্ধ ঘোষণার পর চলতি বছরের এপ্রিলে বিদেশিদের জন্য আবারও মাউন্ট এভারেস্টের পথ খুলে দেওয়া হয়।
"তারপরও আমার বেশ ভয় কাজ করছিল, কারণ আমি দেখতে পাচ্ছিলাম না আমি কোথায় হাঁটছি, প্রায়ই পড়ে যাচ্ছিলাম আমি," বলেন ঝাং।
"কিন্তু আমি ভাবতে থাকি, কাজটি বেশ কঠিন হলেও আমার ওই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এটি তো পর্বতারোহণের অবিচ্ছেদ্য অংশ, নানা সমস্যা-বিপদ তো থাকবেই।"
- সূত্র: রয়টার্স