ফাইজারের টিকার ডোজ লাগবে দুইটি
মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ঘোষণা দিয়েছে তাদের উদ্ভাবিত কোভিডের ভ্যাকসিন ৯০ শতাংশের বেশি কার্যকর। প্রতিষ্ঠানটির ভ্যাকসিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের (এফডিএ) জরুরি ব্যবহার অনুমোদনের অপেক্ষায় আছে।
তবে অধিক কার্যকারিতার জন্য ভ্যাকসিনটির দুটি ডোজ প্রয়োজন। তিন সপ্তাহের ব্যবধানের দুটি ডোজ দেয়া প্রয়োজন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গবেষকরা জানিয়েছেন দ্বিতীয় ডোজ দেয়ার এক সপ্তাহের মধ্যে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকর হয়।
হাম, মাম্পস, রুবেলাসহ আরও অনেক রোগের ভ্যাকসিনের সর্বাধিক কার্যকারিতার জন্য একাধিক ডোজের প্রয়োজন হয়। মডার্নার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালেও দুটি ডোজের পরীক্ষা চলছে।
ভ্যাকসিনের দুটি ডোজ প্রয়োজন হলে এর বেশ কিছু সীমাবদ্ধতাও আছে।
ফাইজারের টিকা সংরক্ষণ করতে হবে মাইনাস ৮০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায়। এ কারণে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে এই ভ্যাকসিন বন্টন সহজ হবেনা। দুটি ডোজের প্রয়োজন হওয়ায় সকলেই দ্বিতীয় ডোজ গ্রহণ করবে এর শতভাগ নিশ্চয়তা দেয়াও কঠিন।
ইউএস ন্যাশনাল ইম্যিউনাইজেশন প্রোগ্রামের সাবেক পরিচালক ভ্যাকসিনোলজিস্ট ওয়াল্ট ওরেনস্টেইন বিজনেস ইনসাইডারকে জানান, 'ভ্যাকসিন প্রদান কর্মসূচী যতো জটিল হবে, ভ্যাকসিন কার্যক্রমে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা ততোটাই কঠিন হবে।'
গবেষণায় দেখা গেছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) ভ্যাকসিন গ্রহণকারী এক তৃতীয়াংশ নারীই পরবর্তীতে দ্বিতীয় ডোজ নেননি।
করোনাভাইরাস ভ্যাকসিন দেয়ার পর মানবদেহে কতোদিন অ্যান্টিবডি থাকে তা নিয়েও পূর্ণাঙ্গ গবেষণা হয়নি এখনো। তবে পুনরায় আক্রান্ত হতে পারে অনেকেই এমন প্রমাণও পাওয়া গেছে। আক্রান্ত হওয়ার পর বা ভ্যাকসিন গ্রহণের পর শরীরে অ্যান্টিবডি তৈরি হলেও তা কয়েক মাসের বেশি স্থায়ী হয় না।
ডিজিজ ইকোলজিস্ট মার্ম কিলপ্যাট্রিক জানান, 'অ্যান্টিবডি ক্ষণস্থায়ী হলে বুস্টার শট দেয়ার পরিকল্পনা প্রয়োজন।'
ইকাহন স্কুল অব মেডিসিনের ভ্যাকসিনোলজিস্ট ফ্লোরিয়ান ক্রাম্যার জানান, 'অনেক ভ্যাকসিনের ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে। এটি কোনো সমস্যা নয়, এ কারণে নির্দিষ্ট সময় পর আবার ভ্যাকসিন গ্রহণ করলেই হবে।'
একারণেই বুস্টার শটের প্রয়োজন পড়ে। টিটেনাসের ক্ষেত্রেও প্রতি দশকে একবার বুস্টার শট নিতে হয়।
ভ্যাকসিন সহজলভ্য হওয়ার আগে পুনরায় টিকাদান ভ্যাকসিন প্রদান কর্মসূচীর অন্তর্ভুক্ত হবে কিনা এ ব্যাপারেই নিশ্চিত নন বিশেষজ্ঞরা। ফাইজার জানিয়েছে ২০২১ সালের মধ্যে ভ্যাকসিনের ১ দশমিক ৩ বিলিয়ন ডোজ সহজলভ্য হবে।
ওরেনস্টেইন জানান, 'ভ্যাকসিন প্রদান কর্মসূচী শুরু হলেই বোঝা যাবে বুস্টার শটের প্রয়োজনীয়তা আছে কিনা। তবে আমরা এব্যাপারে এখনই নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।'
সূত্র: বিজনেস ইনসাইডার