ফাইজার, অ্যাস্ট্রাজেনেকার পূর্ণ ডোজ ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর: গবেষণা
ফাইজার কিংবা অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ ভ্যাকসিনই ইতোপূর্বের অধিক সংক্রামক আলফা ভ্যারিয়েন্টের মতোই ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও প্রায় সমান সুরক্ষা দিতে সক্ষম। বুধবার প্রকাশিত এক গবেষণার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বর্তমানে ভীতি সৃষ্টিকারী ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এ দুটি ভ্যাকসিন উচ্চ মাত্রায় কার্যকর, তবে এজন্য ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ অর্থাৎ দুটি ডোজই নিতে হবে। শুধু একটি ডোজ নিলে পূর্ণ সুরক্ষা মিলবে না।
গত মে মাসে পাবলিক হেলথ ইংল্যান্ডের অনুসন্ধানে উঠে আসা ফাইজার ও অ্যস্ট্রাজেনেকার কার্যকারিতার ফলাফলের তথ্য নিশ্চিত হয়েছে এ গবেষণার মাধ্যমে।
নতুন প্রকাশিত এই গবেষণার ফলাফলে দেখা গেছে, ফাইজারের দুটি ডোজ ডেল্টা ভ্যারিয়েন্ট সৃষ্ট উপসর্গযুক্ত রোগ প্রতিরোগে ৮৮ শতাংশ কার্যকর। আলফা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই কার্যকারিতার হার ৯৩.৭ শতাংশ।
অন্যদিকে, অ্যাস্ট্রাজেনেকার দুটি ডোজ ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৭ শতাংশ কার্যকর। আলফা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই কার্যকারিতার হার ৭৪.৫ শতাংশ।
"ডেল্টা ও আলফা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতার হারে খুব সামান্যই পার্থক্য দেখা গেছে," গবেষণাটিতে লিখেছেন পাবলিক হেলথ ইংল্যান্ডের গবেষকরা।
ইসরায়েল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উপসর্গযুক্ত রোগের বিরুদ্ধে ফাইজারের ভ্যাকসিনের কম কার্যকারিতার কথা জানা গেলেও, গুরুতর অসুস্থতার ক্ষেত্রে উচ্চ সুরক্ষার কথাই জানানো হয়।
পাবলিক হেলথ ইংল্যান্ড এর আগে জানিয়েছিল, দুটি ভ্যাকসিনের ক্ষেত্রেই প্রথম ডোজ ডেল্টা ভ্যারিয়েন্ট সৃষত উপসর্গযুক্ত রোগের ক্ষেত্রে ৩৩ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম।
নতুন প্রকাশিত গবেষণাটিতে থেকে জানা গেছে, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজারের ভ্যাকসিনের ক্ষেত্রে প্রথম ডোজ ৩৬ শতাংশ ও অ্যস্ট্রাজেনেকার প্রথম ডোজ ৩০ শতাংশ কার্যকর।
"ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ পরিস্থিতিতে উচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর মধ্যে পূর্ণ ডোজ নেওয়ার প্রচেষ্টা জোরদার করবে এই ফলাফল," বলেন গবেষণাটির সঙ্গে যুক্ত গবেষকরা।
- সূত্র: রয়টার্স