ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রথম ডোজে বয়োবৃদ্ধদের দেহে সমান শক্তিশালী অ্যান্টিবডি সুরক্ষা
কোভিড-১৯ প্রতিরোধে আবিষ্কৃত ফাইজার ভ্যাকসিনের তুলনামূলক প্রভাব পর্যালোচনা করা হয়েছে।
ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি দুটি কোভিড-১৯ ভ্যাকসিনের তুলনামূলক প্রভাব পর্যালোচনায় দেখা গেছে, তাদের প্রথম ডোজ নেওয়ার পর ৮০ বছরের বেশি বয়সীদের দেহে একই রকম শক্তিশালী অ্যান্টিবডি সুরক্ষা গড়ে উঠছে। এই প্রথমবার দুটি কোভিড ভ্যাকসিনের মধ্যে এমন তুলনামূলক বিশ্লেষণ করা হয়।
আজ বুধবার (১৪ এপ্রিল) ব্রিটিশ বিজ্ঞানীরা যুক্তরাজ্যে পরিচালিত এ গবেষণার ফলাফল প্রকাশ করেন।
বৈজ্ঞানিক অনুসন্ধানে আরও দেখা যায়, দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ টি সেল অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নেওয়াদের মধ্যে ফাইজার টিকাগ্রহীতাদের তুলনায় বেশি সক্রিয় প্রতিক্রিয়া দেখায়। তবে এব্যাপারে নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন আছে বলে এর সঙ্গে জড়িত বিজ্ঞানীরা উল্লেখ করেন।
- সূত্র: রয়টার্স