বাংলাদেশ থেকে ফ্লাইট নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে রাশিয়া
আগামী ১ ডিসেম্বর থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।
কোভিডের কারণে বাংলাদেশে আরোপিত ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে রাশিয়া। আগামী ১ ডিসেম্বর থেকে দেশটি বাংলাদেশ, ব্রাজিল, মঙ্গোলিয়া, কোস্টারিকা এবং আর্জেন্টিনার ওপর থাকা ফ্লাইট নিষেধাজ্ঞা তুলে নিবে। ফলে স্বাভাবিক অবস্থায় ফিরবে ফ্লাইট চলাচল।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির করোনা ভাইরাস টাস্কফোর্স।
এর আগে কোভিডের কারণে রাশিয়া বিভিন্ন দেশের সঙ্গে স্বাভাবিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে।
ফ্লাইট চলাচল বন্ধ হওয়ার রাশিয়ার এয়ারলাইনস ব্যবসায় ধস নামে।
- সূত্র: রয়টার্স