বিদ্রোহের অভিযোগে সৌদি আরবে ২০ রাজপুত্র গ্রেপ্তার
সৌদি আরবের রাজ পরিবারের অভ্যন্তরে আবারও শুরু হয়েছে ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে লড়াই। সৌদি সিংহাসনের পরিবর্তী উত্তরসূরি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) নির্দেশে আহমেদসহ আরও ২০ যুবরাজকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সকলের বিরুদ্ধে তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ করেছেন এমবিএস।
সৌদি রাজপরিবারের গোপন সূত্রের বরাতে এই দাবি করেছে মধ্যপ্রাচ্যের বহুল প্রচারিত গণমাধ্যম মিডল ইস্ট আই।
এর আগে অবশ্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রিন্স আহমেদসহ আরও দুই যুবরাজের গ্রেপ্তারের কথা জানায়।
সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে এখন পর্যন্ত গ্রেপ্তারকৃত চার জনের নাম জানা গেছে। এরা হলেন যুবরাজ আহমেদ বিন আব্দুল আজিজ, তার পুত্র নায়েফ বিন আহমেদ বিন আব্দুল আজিজ, প্রাক্তন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ এবং তার সৎ ভাই নাওয়াফ।
এদের মাঝে নায়েফ বিন আহমেদ বিন আব্দুল আজিজ ছিলেন সৌদি সেনাবাহিনীর গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার প্রধান। প্রাসাদ ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হওয়াদের মাঝে একমাত্র তিনিই শীর্ষ সৌদি সেনাবাহিনী কর্মকর্তা।
এসব যুবরাজকে গ্রেপ্তারের পরই এক টুইট বার্তায় এমবিএস সৌদি রাজপরিবারের সকল বিদ্রোহী যুবরাজকে তার প্রতি আনুগত্য প্রকাশের নির্দেশ দেন। এরপরে শীর্ষ চার বিদ্রোহীর তিনজন পাল্টা টুইটে তাদের আনুগত্যের বার্তা দেন।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় কিছু সূত্রের বরাতে জানায়, এমবিএস গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আমেরিকা এবং অন্য কিছু বিদেশি শক্তির সঙ্গে আঁতাত করে তাকে ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ করেছেন।
রয়টার্সের সূত্রগুলো জানায়, বাদশাহ সালমান নিজে এসব যুবরাজের গ্রেপ্তারি পরোয়ানায় স্বাক্ষর করেছেন। স্মৃতিশক্তি বিভ্রমে ভোগা বাদশাহ বর্তমানে সুস্থ আছেন এবং তিনি সজ্ঞানেই এসব পরোয়ানায় স্বাক্ষর করেন।