ব্ল্যাক ফাঙ্গাসের পর এবার ভারতে নতুন সংক্রমণ ‘হোয়াইট ফাঙ্গাস’
ভারতে করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। তার মধ্যে এবার 'হোয়াইট ফাঙ্গাস' নামক নতুন সংক্রমণের হদিস পাওয়া গেছে ।
বৃহস্পতিবার জানা যায়, ভারতের বিহার রাজ্যে ৪ জন এই ছত্রাকে সংক্রমিত হয়েছেন। চিকিৎসকদের একাংশের দাবি, ব্ল্যাক ফাঙ্গাসের চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারে এই ছত্রাকটি।
কেন এই নতুন ছত্রাক আরও বেশি ভয়ের? চিকিৎসকেরা বলছেন, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শুধুমাত্র মুখের আশেপাশের অঙ্গগুলোতেই হয়। কিন্তু হোয়াইট ফাঙ্গাস খুব দ্রুত অন্য অঙ্গে ছড়িয়ে পড়ে। ফুসফুস, যকৃৎ, বৃক্ক, যৌনাঙ্গ— সমস্ত অঙ্গই অত্যন্ত দ্রুত সংক্রমিত হতে পারে এই ভাইরাসে। নখের মাধ্যমে শরীরের নানা জায়গায় ছড়িয়ে পড়ে এটি। তারপরে অঙ্গগুলোকে বিকলও করে দিতে পারে এই ছত্রাক।
ফলে চিকিৎসকেরা কালো ছত্রাক 'মিউকরমাইকোসিসের' চেয়ে সাদা ছত্রাককে আরও বেশি সংক্রামক বলে মনে করছেন।
ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে মৃত্যুর হার অত্যন্ত বেশি। হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণে মৃত্যুর হার সম্পর্কে এখনও স্পষ্ট কোনও ধারণা নেই। কিন্তু নানা অঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা দেখে বিজ্ঞানীদেরও আন্দাজ, এটি আরও বেশি বিপজ্জনক হতে পারে।
ইন্ডিয়ান মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের ডিরেক্টর জেনারেল ড. বলরাম ভার্গব হিন্দুস্তান টাইমসকে বলেন, 'ছত্রাক কতটা সংক্রামক হবে, সেটা তার রঙের বৃদ্ধির উপর নির্ভর করে।'
বৃহস্পতিবার ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসকে মহামারি ঘোষণা করেছে ভারত সরকার। করোনা সংক্রমণের পর ভারতীয়দের স্বাস্থ্যের উপর সবচেয়ে বড় আঘাত হেনেছে এই কালো ছত্রাকের সংক্রমণ।
চিকিৎসকদের বিশ্বাস যে, ছত্রাকের সংক্রমণ সনাক্ত করার জন্য এইচআরসিটি স্ক্যানের প্রয়োজন হতে পারে। এই এইচআরসিটি স্ক্যান করোনা আক্রান্ত রোগীদের অতিরিক্ত রোগ নির্ণয়ের ক্ষেত্রে করা হয়।
যাদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কম, আগে কোনও গুরুতর রোগের ইতিহাস আছে বা যারা ডায়বেটিস আক্রান্ত কিংবা কেউ যদি স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এই ছত্রাক যথেষ্ট ঝুঁকিপূর্ণ।
বিজ্ঞানীদের একাংশের মত, হোয়াইট ফাঙ্গাস গর্ভবতী মহিলা এবং শিশুদের বেশি পরিমাণে আক্রান্ত করতে পারে। তাই অতি দ্রুত এই ছত্রাক সম্পর্কে আরও জানার চেষ্টা করছেন তারা।
তবে ভারতের নাক-কান-গলা বিশেষজ্ঞ অর্জুন দাসগুপ্ত এ বিষয়ে আনন্দবাজার পত্রিকাকে বলেন, ''মনে হচ্ছে যে ছত্রাকটি হল কোভিড পরবর্তী অ্যাসপারজিলোসিস (এক ধরনের ফাঙ্গাস)। যা সাদা রঙেরই হয়। কিন্তু হোয়াইট ফাঙ্গাসের তুলনায় ব্ল্যাক ফাঙ্গাস অনেক বেশি মারাত্মক। তাই হোয়াইট ফাঙ্গাস যে বেশি ভয়াবহ হয়ে উঠবে তা মানা যায় না।''
- সূত্র- হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা