ভারতীয়দের স্বার্থ বিপন্ন করে অন্যান্য দেশে করোনা টিকা পাঠানো হয়নি: সেরাম
ভারতীয়দের স্বার্থ বিপন্ন করে বিদেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা পাঠানো হয়নি। মঙ্গলবার (১৮ মে) এক বিবৃতি প্রকাশ করে এমনটাই জানালেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) কর্ণধার আদর পুনাওয়ালা।
আদর পুনাওয়ালা বলেন, "মানুষ এখনও বুঝতে চাইছেন না যে, আমাদের দেশ বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। এই বৃহত্তর জনসংখ্যাকে ভ্যাকসিন দেওয়া ২-৩ মাসের কাজ নয়। গোটা পৃথিবীর জনসংখ্যার কাছে এই ভ্যাকসিন পৌঁছাতে আগামী ২-৩ বছর লেগে যাবে। এছাড়াও অন্যান্য প্রতিকূলতা ও চ্যালেঞ্জও রয়েছে"।
তিনি বলেন, "আমাদের বুঝতে হবে যে, এই মহামারি এখন আর কোনও দেশের ভৌগলিক কিংবা রাজনৈতিক গন্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। এই ভাইরাসের সঙ্গে যতক্ষণ না গোটা বিশ্ব একত্রে মিলে লড়ছে, ততক্ষণ আমরা কেউই সুরক্ষিত নই"।
বিবৃতিতে পুনাওয়ালা আরও বলেন, "এখন পর্যন্ত সেরাম ২০০ মিলিয়নের বেশি ডোজ ভ্যাকসিন সরবরাহ করেছে। যদিও আমরা মার্কিন সংস্থাগুলোর কাছ থেকে দু'মাস পরে তার দাম পেয়েছি। আমরা যদি উৎপাদিত ও পাঠানো মোট ডোজগুলোর পর্যালোচনা করি, তাহলে আমরাই বিশ্বের প্রথম তিনটি সংস্থার মধ্যে রয়েছি। আমরা উৎপাদন বাড়িয়ে ভারতকে অগ্রাধিকার দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের সংস্থা ভারতীয়দের স্বার্থ বিপন্ন করে বিদেশে করোনা টিকা পাঠাচ্ছে না। তাছাড়া আমরা দেশের টিকাকরণ প্রকল্পকে সব ধরনের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।'
উল্লেখ্য, ভারতে এখন ৪৫ ঊর্ধ্বদের পাশাপাশি ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাদান শুরু হয়েছে।