ভারতে কৃষক আন্দোলন: সমর্থনে থাকা টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে সরকার
ভারতে চলমান কৃষক আন্দোলনে 'কৃষক গণহত্যা'র হ্যাশট্যাগ দেওয়া আড়াইশোর বেশি ইউআরএল ব্লক করে দিচ্ছে সরকার।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ লক্ষ্যে সোমবার একটি আদেশ জারি করেছে ভারতের কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়। বন্ধের নির্দেশ দেওয়া ওই ইউআরএলগুলোতে অনেকগুলো টুইটার আইডি এবং পোস্টের লিংক ছিলো যাতে হ্যাশট্যাগ দিয়ে লেখা #Modiplanningfarmergenocide।
ওই প্রতিবেদনে বলা হয়, বাম নেতা মুহম্মদ সেলিমসহ দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনকারী একাধিক ব্যক্তির অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার। সোমবার দুপুর থেকে টুইটার অ্যাকাউন্টগুলি দেখা যাচ্ছে না। এর মধ্যে রয়েছে কৃষকদের সংযুক্ত মঞ্চ 'কৃষক একতা মোর্চা'-র অ্যাকাউন্টও।
সোমবার দুপুরে মুহম্মদ সেলিমের টুইটার অ্যাকাউন্ট খুলতে গিয়ে দেখা যায় টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, 'আইনি কারণে ভারতে অ্যাকাউন্টটি স্থগিত রাখা হয়েছে।'
গত ২৬ জানুয়ারি লালকেল্লায় আন্দোলনকারীদের তাণ্ডবের পর কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। একাধিক কৃষক নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে গুরুতর ধারায় মামলা। কৃষক নেতাদের গ্রেপ্তারির সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে আন্দোলনের সমর্থকদের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড শুরু হল।