ভারতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ ২০ জনের মৃত্যু
দুবাই থেকে ১৯০ জন আরোহী নিয়ে ভারতের কেরালায় নামার সময় রানওয়েতে ছিটকে পড়ে এয়ার ইনডিয়া এক্সপ্রেসের একটি উড়োজাহাজের অন্তত ২০ যাত্রীর মৃত্যু হয়েছে। আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, দুর্ঘটনায় হয়েছেন আহত কমপক্ষে ১২৩, গুরুতর আহত ১২। মৃতদের মধ্যে আছে চারটি শিশু রয়েছে।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, পুলিশ ও দমকল বাহিনীকে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। যাতে উদ্ধারকাজ ঠিক ভাবে হয় ও সুচিকিৎসার বন্দোবস্ত থাকে, তার জন্য খেয়াল রাখা হয়েছে।
গভীর রাতে উদ্ধারকাজ শেষ হওয়ার কথা জানান তিনি। আহতদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাস মহামারীর মধ্যে দুবাইয়ে আটকা পড়া ভারতীয়দের নিয়ে ফিরছিল বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি। প্রবল বৃষ্টির মধ্যে অবতরণের সময় রানওয়েতে ছিটকে পড়ে সেটি দুই টুকরো হয়ে যায়।
টেলিভিশনের ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের দুটি অংশ দুই দিকে পড়ে আছে, চারদিকে ছড়িয়ে আছে টুকরো অংশ। উদ্ধারকর্মীরা প্রবল বৃষ্টির মধ্যে সেই ধ্বংসস্তূপ থেকে আরোহীদের বের করে আনার চেষ্টা করছেন।
ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, ল্যান্ডিং করতে গিয়ে বৃষ্টির মধ্যে পিছলে যায় বিমানটি। বিমানবন্দরের দেওয়াল ভেঙ্গে সেটি ৩৫ ফুট এগিয়ে যায়। বিমানটি দুই টুকরো হয়ে গেছে বলে তিনি জানান।