ভারতে সেলফি তুলতে গিয়ে বজ্রপাতে ১১ জনের মৃত্যু
রোববার (১১ জুলাই) উত্তর ভারতের জয়পুর শহরে বজ্রপাতে অন্তত ১১ জন নিহত ও একাধিক মানুষ আহত হয়েছেন।
বজ্রপাতের শিকার হওয়া ভিক্টিমরা ১২ শতকের প্রাচীন আমলের দুর্গের একটি ওয়াচ টাওয়ারের উপরে উঠে বৃষ্টির মধ্যে সেলফি তুলছিলেন।
দুর্ঘটনার সময় টাওয়ার ও দুর্গের দেয়ালের উপর ২৭ জন মানুষ ছিলেন এবং এদের কেউ কেউ মাটিতে লাফ দিয়ে পড়েন।
প্রতি বছর ভারতে বজ্রপাতে গড়ে প্রায় ২০০০ মানুষ মারা যায়।
একজন সিনিয়র পুলিশ অফিসার গণমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন তরুণ।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুধু রোববারই রাজস্থানজুড়ে আরও নয়জন মানুষ বজ্রপাতে মারা গেছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলত নিহদের পরিবারের জন্য ৫০০,০০০ রূপি (৬,৭০০ ডলার; ৪,৮০০ পাউন্ড) ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
ভারতে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকাল স্থায়ী হয় এবং এসময় ভারি বৃষ্টিপাত হয়ে থাকে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১৯৬০ সালের পর থেকে দেশটিতে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়েছে। এর অন্যতম কারণ হিসেবে তারা জলবায়ু সংকটকে দায়ী করেছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ১৯৯০ দশকের মাঝামাঝি সময়ের শুরু থেকে ৩০-৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালে দক্ষিণাঞ্চলের অন্ধ্রপ্রদেশে মাত্র ১৩ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৩৬,৭৪৯ জন বজ্রপাতে মারা যায়।
কর্মকর্তারা বলেন, যেখানে গাছপালা কম সেসব স্থানে বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।
- সূত্র: বিবিসি