ভূগর্ভস্থ সাবমেরিন ঘাঁটি ব্যবহার করছে চীন: ধরা পড়ল স্যাটেলাইট চিত্রে
সম্প্রতি দক্ষিণ চীন সাগরে হাইনান দ্বীপে একটি চীনা সাবমেরিনের ভূগর্ভস্থ সাবমেরিন ঘাঁটি ব্যবহারের ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।
মার্কিন প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবের ধারণকৃত স্যাটেলাইট চিত্রগুলো সর্বপ্রথম 'রেডিও ফ্রি এশিয়া'র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। প্রকাশিত ছবিতে দেখা যায়, ০৯৩ শ্রেণির একটি সাবমেরিন ইউলিন নৌ ঘাঁটির দিকে প্রবেশ করছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের সাবেক কর্মকর্তা ড্রিউ থম্পসন বলেন, 'স্যাটেলাইটে চীনা সাবমেরিন ঘাঁটির ছবি ধরা পড়া একটি বিরল ঘটনা। তবে চীনের ভূগর্ভস্থ ঘাঁটি ব্যবহারের ঘটনা নতুন নয়। এভাবেই বেইজিং সাবমেরিন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ অনেক সামরিক সরঞ্জাম লুকিয়ে রাখে। ভূগর্ভস্থ কাঠামো গড়ে তোলায় চীনের অসাধারণ অভিজ্ঞতা রয়েছে।'
হাইনান দ্বীপের দক্ষিণাঞ্চলের ইউলিন ঘাঁটি চীনের নৌ ক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
সাবমেরিনের ব্যাপারে থম্পসম বলেন, 'ঘাঁটিতে সাবিমেরিনের উপস্থিতি চীনা নৌবাহিনীর ব্যাপারে আলাদা কোনো সংকেত দেয় না। শুধু বলা যায়, তাদের একটি বড় সাবমেরিন বহর রয়েছে। সময়ের সঙ্গে এর উন্নতি হচ্ছে। ভূগর্ভস্থ সুবিধার মাধ্যমে তারা এর সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম।'
ইউলিন ঘাঁটির ওপর যুক্তরাষ্ট্রও নজর রাখছিল বলে সিএনএনকে জানান মার্কিন নৌবাহিনীর মুখপাত্র রিঅ্যান মমসেন।
নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের তথ্যমতে, চীনা সাবমেরিন বহরের ৬টি সাবমেরিনের মধ্যে একটি ০৯৩ শ্রেণির এই সাবমেরিন। এই শ্রেণির সাবমেরিন তিন ধরনের হয়ে থাকে।
সংস্থাটি আরও জানিয়েছে, এই ধরনের সাবমেরিন ক্ষেপণাস্ত্র ও টর্নেডো সজ্জিত হতে পারে।
- সূত্র: সিএনএন