ভোট গ্রহণ ও গণনার মধ্যেই যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ করোনা শনাক্ত
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ ও গণনার মধ্যেই রেকর্ড পরিমাণ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিশ্বজুড়ে করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার একদিন মার্কিন যুক্তরাষ্ট্রের ১ লাখ ৮ হাজার ৩৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আর ভোট গ্রহণের দিন অর্থাৎ ৩ নভেম্বর ৯৪ হাজার ৪৬৭ জন আক্রান্ত হয়েছেন।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৯৮ লাখ ১ হাজার ৩৫৫ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন যার মধ্যে মারা গেছেন ২ লাখ ৩৯ হাজার ৮২৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ লাখ ৯২ হাজার ১৯ জন।
এদিকে মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা ফলাফলের মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জিতেছেন ২৬৪টি ইলেকটোরাল ভোট, অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতেছেন ২১৪টি ভোট। মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮, জিততে হলে প্রয়োজন ২৭০টি ভোট।