ভ্যাকসিনের চালানেও হামলা হতে পারে: ইন্টারপোল
ইন্টারপোলের প্রধান জার্গেন স্টক বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে ইতোমধ্যেই তৈরি হওয়া ভ্যাকসিনগুলো ঘিরে সারাবিশ্বে অপরাধপ্রবণতা আরও বেড়ে যাবে।
জার্মানিভিত্তিক সাপ্তাহিক বিজনেস পত্রিকা উইর্টসশ্যাফটওছেতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "ভ্যাকসিন ছড়িয়ে পড়লে অপরাধও নাটকীয়ভাবে বেড়ে যাবে।"
"আমরা অনেক চুরির ঘটনা, ওয়্যারহাউজ ভেঙে প্রবেশের ঘটনা এবং ভ্যাকসিনের চালানে হামলার ঘটনাও দেখবো।"
ফ্রান্সভিত্তিক বৈশ্বিক পুলিশিং করা এই সংস্থাটির মহাপরিচালক শঙ্কা প্রকাশ করেন, ভ্যাকসিন সংক্রান্ত অপরাধের কারণে মামলার সংখ্যা বেড়ে যাবে।
জার্মান কোম্পানি বায়োএন-টেক এবং মার্কিন কোম্পানি ফাইজারের তৈরি ভ্যাকসিন ইতোমধ্যেই ১৬টি দেশে অনুমোদন পেয়েছে।
ভ্যাকসিন অনুমোদনের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। আগামী রোববার থেকে ভ্যাকসিনেশন শুরু করবে তারা।
জার্মানীতে ভ্যাকসিনের পরিবহন নিরাপদ করতে ফেডারেল পুলিশ মোতায়েন করা হবে এবং ভ্যাকসিনগুলো গোপন জায়গায় সংরক্ষণ করা হবে বলে বার্তা সংস্থা এপি'র এক প্রতিবেদনে বলা হয়েছে।
চুরি ডাকাতির হুমকি ছাড়াও ভ্যাকসিনবিরোধীদের মধ্যে অন্তর্ঘাতের বিষয়টি বিবেচনায় রাখছেন ইন্টারপোলের কর্মকর্তারা।