মহামারি নিয়ন্ত্রণে ভারতকে সহায়তার আশ্বাস ৪০টির বেশি দেশের
৪০টিরও বেশি দেশ ভারতের কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
এ মুহূর্তে বিভিন্ন দেশ থেকে ভারতের ৫৫০টি অক্সিজেন জেনারেটিং প্ল্যান্ট, ৪ হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর ও ১০ হাজার অক্সিজেন সিলিন্ডার পাওয়ার কথা রয়েছে। এক বিশেষ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হর্ষ বর্ধন শ্রিংলা।
তিনি জানান, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ ও উজবেকিস্তান ছাড়াও মিশর থেকে ৪ লাখ ইউনিট রেমডেসিভির পাওয়ার আশা করছে ভারত। সরকার প্রাথমিকভাবে অক্সিজেন জেনারেটর, কনসেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডার, ক্রায়োজেনিক ট্যাংকার ও তরল অক্সিজেন পাওয়ার চেষ্টা করছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, আগামী ৩ মে'র মধ্যে ভারতে দুটি বিশেষ বিমানযোগে যুক্তরাষ্ট্র থেকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি পৌঁছাবে।
"বর্তমানে প্রায় ৩০ লাখ মানুষ দেশে করোনা আক্রান্ত। এটি স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ ফেলেছে। আমাদের সক্ষমতা ও সহজলভ্য সরঞ্জামাদি দিয়ে আর কাজ চলছে না এখন। কোথায় আমাদের ঘাটতি আছে, কোথায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে- এসব ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিয়েছে সরকার,"
দেশটিতে বৃহস্পতিবার ২৪ ঘণ্টার হিসেবে নতুন শনাক্তের সংখ্যা ছিল ৩ লাখ ৮৬ হাজার ৫৫৫, কোভিডজনিত কারণে মৃত্যু হয় আরও ৩ হাজার ৪৯৮ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ১ কোটি ৮৩ লাখেরও বেশি।
- সূত্র: দ্য স্টেটসম্যান