মার্কিন নির্বাচন নিয়ে ইরানের প্রতিক্রিয়া
‘ক্ষমতায় কে এলেন, তাতে কিছুই পরিবর্তন হয় না,’ বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্র সম্বন্ধীয় ইরানের নীতিতে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে এক বক্তব্যে তিনি বলেন, 'ক্ষমতাসীন ব্যক্তি বিশেষের পরিবর্তনে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের নীতি বদলাবে না। এ বিষয়ে ইরানের নীতি আগেই নির্ধারিত হয়েছে।'
'ক্ষমতায় কে এলেন, তাতে কিছুই পরিবর্তন হয় না,' যোগ করেন খামেনি।
- সূত্র: আল জাজিরা