মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় নিহত ১৯
মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের সাথে সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৩ জন। মেক্সিকো সিটি এবং কেন্দ্রীয় শহর পুয়েবলাকে সংযোগকারী মহাসড়কে শনিবার এ দুর্ঘটনা ঘটে।
মহাসড়কের টোল বুথে কয়েকটি গাড়ির সাথে এক পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পরপরই কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।
মেক্সিকোর ফেডারেল হাইওয়ে কর্তৃপক্ষ, সিএপিইউএফই এক বিবৃতিতে জানায়, "টোল বুথ অতিক্রম করার সময়, ছয়টি গাড়িকে টেনে নিয়ে যায় একটি ট্রাক। এ দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয় এবং আহত হন ৩ জন। নিহতদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন।" আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সিএপিইউএফই আরও জানায়, দুর্ঘটনাকবলিত যানবাহন অপসারণের জন্য কাজ করছেন তারা। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ ছিল।
১১০ কিলোমিটারের (৬৮-মাইল) মহাসড়কটিতে সাধারণত প্রচুর পরিমাণে পণ্যবাহী ট্রাক চলাচল করে।