যুক্তরাষ্ট্রের ডাকোটায় বিমান দুর্ঘটনায় নিহত ৯
যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় বিমান দুর্ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের মুখপাত্র পিটার নুডসন বার্তা সংস্থা এপিকে জানান, চেম্বারলিন থেকে ১২ জন যাত্রী নিয়ে উড্ডয়নের পর ২২৫ কিলোমিটার দূরে সিওক্স ফলসের পশ্চিমে স্থানীয় সময় শনিবার বেলা সাড়ে ১২টার দিকে প্লাটিস পিসি-১২ বিমানটি দুর্ঘটনায় পতিত হয়।
নুডসন আরও জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই নয়জন নিহত এবং তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। মাত্র এক ইঞ্জিন বিশিষ্ট এ বিমানটি আইডাহো ফলস রিজিওনাল বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, চেম্বারলিন ও মধ্য সাউথ ডাকোটা অঞ্চলে তুষার ঝড় চলার সময় বিমনটি বিধ্বস্ত হয়।
নুডসন বলছেন, আবহাওয়াকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হলেও সঠিক কারণ এখনও জানা যায়নি, তদন্ত করে জানা যাবে।